হঃ বাংলা নিউজঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে বিনোদন জগতের তীর্থস্থান হলিউডে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির উদ্যোগে পুজা উৎসব উদ্যাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী (২৬,২৭,২৮ শে সেপ্টেম্বর) উক্ত পুজা উৎসবে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সকল প্রকার ধর্মীয় আনুষ্ঠানিকতা ও গান বাজনা সহ বিভিন্ন ধরণের বিনোদনে ভরপুর থাকবে এবারে পুজা উদযাপন উৎসবের আয়োজন। প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নেতৃবৃন্দ লস এঞ্জেলস ও এর আশে পাশে অবস্থিত সকল ধর্ম বর্ণের প্রবাসী বাংলাদেশীদের উক্ত পুজা উৎসবে অংশগ্রহণ করে ধর্মীয় সম্প্রীতির নিদর্শন তুলে ধরার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি প্রতি বছরই তাদের এই ধর্মীয় অনুষ্ঠান সকল ধর্মের প্রবাসীদের নিয়ে মহা আনন্দে পালন করে আসছে। তারা চায় বাংলাদেশের ঐতিহ্য ধর্মীয় এই সম্প্রীতি যেন এই পরবাসেও অটুট থাকে এবং সবাই যেন একে অপরের মঙ্গল কামনায় প্রার্থনা করে। এবারে পুজা উৎসব যথারীতি বার ব্যাংক হলিউডের চার্চ অব সাইন্টলজিতে অনুষ্ঠিত হবে।পুজা সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে সংযোজিত ফ্লাইয়ারে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
