ছেলের আত্মসাতকৃত টাকা ফেরত না দিতে মায়ের কাণ্ড

হ-বাংলা নিউজঃ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রতিষ্ঠান জাজিরা (এম) এনডিএস বিএইচডি’র সেলসম্যান মো. সোহাগের বিরুদ্ধে ২ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযুক্তের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি এলাকায়। আত্মসাৎ করা টাকা যাতে ফেরত দিতে না হয় সেজন্য নতুন কৌশল অবলম্বন করেন সোহাগ। তিনি জাজিরা (এম) এনডিএস বিএইচডি’র মালিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করান। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাজিরা (এম) এনডিএস বিএইচডি’র মালিক মালয়েশিয়া প্রবাসী আজমের ভাতিজা মো. আজিজুল। তিনি আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।  এ সময় উপস্থিত ছিলেন আজমের আত্মীয় ফয়সাল হাওলাদার, আব্দুল লতিফ, জাহাঙ্গীর হোসেন ও আজিজুল ইসলামসহ অন্যরা।

আজিজুল জানান, আত্মসাতকৃত অর্থের মধ্য থেকে সোহাগ তার মায়ের ডাচ্ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ৯৬ লাখ টাকা পাঠিয়েছেন। বাকি টাকা তার বোনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেশে পাঠিয়েছেন। 

তিনি জানান, এ ঘটনায় গত সেপ্টেম্বরে মালয়েশিয়ায় সোহাগের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। কেরানীগঞ্জে স্থানীয়দের সঙ্গে শালিসি বৈঠকে বিষয়টি স্বীকার করেন সোহাগের মা জয়নব বেগম। তিনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২২ লাখ টাকা ফেরত দেন এবং নগদ ১০ লাখ টাকা করেন। কিন্তু বাকি টাকা ফেরত দিনচ্ছে না। ওই টাকার জন্য চাপ দেওয়া হলে তার ছেলে সোহাগকে অপহরণ করা হয়েছে-মর্মে কেরানীগঞ্জ মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *