পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে মুনা একাডেমীর মুয়াল্লিম ট্রেনিং কোর্স-এর উদ্বোধন

হ-বাংলা নিউজ: 

গত  ১২ জানুয়ারী,২০২৬ আসন্ন পবিত্র রমাদান মাসে প্রতিবছরের ন্যায় ফ্রি সহীহ কুরআন তালিম কোর্স উপলক্ষ্যে মুনা একাডেমী সম্মানিত প্রশিক্ষকদের জন্য আয়োজন করেছে মুয়াল্লিম ট্রেনিং কোর্স, ২০২৬ ।এই র্কোস উদ্বোধন করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা -এর সম্মানিত ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
হাসান আহমেদ নুমান- এর সঞ্চালনায় ইমাম জুনাঈদ হোসাইন-এর কুরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন মুনা একাডেমীর সম্মানিত ডিরেক্টর ও ন্যাশনাল এসসিটন্টে এক্সকিউিটভি ডিরেক্টর প্রফেসর ড. রুহুল আমিন। জনাব আমিন তার স্বাগত বক্তব্যে পবিত্র কুরআন নাযিলের উদ্দেশ্য ও বিশুদ্ধভাবে কুরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন এবং এ কোর্সের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা -এর সম্মানিত ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট সারা পৃথিবী থেকে মুয়াল্লিম ভাই-বোনদের অংশগ্রহনের জন্য মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া এবং অংশগ্রহনকারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মুনার এ প্রয়াসে আল্লাহ সাহায্য কামনা করেন |
এছাড়াও মুনা একাডেমির প্রশিক্ষক ইমাম জুনাঈদ হোসাইন, এডমিন শাহিদী রিদওয়ান উপস্থিত ছিলেন।
এই ০৫ দিনব্যাপী কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্টি স্কলার ও খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক শায়খ মাঈনুদ্দীন হাসান । বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৪৬জনে মুয়াল্লিম অত্যন্ত আগ্রহের সাথে এ কোর্সে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, ফ্রি সহীহ কুরআন তা’লিম কোর্স আগামী ১ রামাদান শুরু হয়ে ১৬ রামাদান শেষ হবে ইন-শা-আল্লাহ।
*কোর্সের বিবরণ:*
📅 সময়সীমা: ১ম রমাদান – ১৬ই রমাদান
🕞 সময়: প্রতিদিন বিকাল ৩:৩০ – ৫:০০ (EST)
📍 মাধ্যম: Zoom

*📖 মুনা একাডেমী*
“সঠিক কুরআন শিক্ষার জন্য আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান”

সংবাদ প্রেরণ কারীঃ
এডমিন:
মুনা একাডেমী
শাহিদী রিদওয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *