হ-বাংলা নিউজ:
সংবাদদাতা-
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে গত ১৮ জানুয়ারি, রবিবার “এসএসসি -৯১ ব্যাচ” এর বাৎসরিক বনভোজন ওয়েস্ট পাম বীচের ডায়ার পার্কে অনুষ্ঠিত হয়েছে।
বনভোজনে আনন্দ, আড্ডা, গান এবং খেলাধুলার মধ্য দিয়ে পুরনো বন্ধু ও তাদের পরিবার পরিজন একত্রিত হয়েছিল, যা স্মৃতিচারণ এবং নতুন গল্প ভাগাভাগি করার এক মিলনমেলায় পরিণত হয়েছিল ।
ওইদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বনভোজনের বিভিন্ন আয়োজনে আবৃত্তি পরিবেশন করে রনিত ও সংগীত পরিবেশন করে সবাইকে আনন্দ দেন সংগীতশিল্পী সোহাগ উদ্দিন ।
সকালের নাস্তায় ও মধ্যাহ্ন ভোজে বিভিন্ন ধরনের উপাদেয় খাবার দাবার পরিবেশন করা হয়েছিল ।
বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিল, লীনা,শিউলি,ফাহিমা,আসাদ, অসীম,আলম, সোহাগ,নূর,
রিপন, জাকির, রকিব,রাসেল প্রমুখ ।
আয়োজকরা জানান, বনভোজন আয়োজন এর উদ্দেশ্য ছিল পুরোনো বন্ধুদের পুনরায় একত্রিত করা, পারিবারিক বন্ধন দৃঢ় করা, স্মৃতিচারণ করা এবং নতুন জীবনের গল্প ভাগাভাগি করা।
বনভোজন শেষে আগামী বছর আবার মিলনের প্রত্যাশায় সবাই একরাশ সুখ স্মৃতি নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান।
