হলিউড বাংলা নিউজঃ বদরুল আলম চৌধুরী শিপলু। ক্যালিফোর্নিয়া বিএনপির দ্বিতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছেন এবং সেই সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্যও। ব্যাক্তি জীবনে অত্যন্ত সৎ, জন দরদি, এবং প্রজ্ঞাবান একজন মানুষ। নব্বইয়ের দশকে দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুলুকে উন্নত ও নিরাপদ জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে।

কিন্তু যৌবনের সেই জাতীয়তাবাদী আদর্শের ছাত্র রাজনীতির (কুলাউড়া ডিগ্রি কলেজ, এমসি কলেজ) দুর্বার স্লোগান তাঁকে তাড়া করে খুঁজে বের করেছে সুদুর এই প্রবাসেও। পারিবারিক বিলাসী জীবন থেকে টেনে বের করে নামিয়েছে একেবারে সরাসরি লস এঞ্জেলেসের রাজপথে। আগাগোড়া কর্মী বান্ধব এই মানুষটি ক্যালিফোর্নিয়া বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন ধীরে ধীরে। বিভিন্ন পদে দায়িত্ব পালনের সময়ে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত করেন।

বিভিন্ন সামাজিক/ সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালন করেও লস এঞ্জেলস বাংলাদেশী কমিউনিটিতে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন।দেশের যে কোন ক্রান্তিলগ্নে বিশেষ করে রাজনৈতিক সংকটে বদরুল আলম চৌধুরী শিপলুকে উদ্বিগ্ন হতে দেখেছে লস এঞ্জেলেসের প্রবাসীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুঃসময়ে, বিশেষ করে জিয়া পরিবারের উপর যখনি আঘাত এসেছে জনাব শিপলু তার সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে লস এঞ্জেলেস এর রাজপথ কাঁপিয়েছে বারবার। বিদেশে বসে শুধু বিদেশের রাজনীতি করেই বসে থাকেন নি তিনি। সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন প্রিয় জন্মভূমির প্রিয় মানুষদের বিশেষ করে কুলাউড়া বাসীর। তাঁদের দুর্দিনে সর্বোচ্চ সামর্থ দিয়ে সহযোগিতায় এগিয়ে এসেছেন। একজন কর্মী বান্ধব খাঁটি রাজনীতিবিদ যেমন হয় তার পুরোটাই রয়েছে জনাব বদরুল আলম চৌধুরীর মোধ্যে। বিগত সতের বছরের ফ্যসিস্ট শাসনের জাঁতাকলে পিষ্ট হয়ে পুরো দেশের সাথে কুলাউড়া বাসীরও যখন ত্রাহী অবস্থা তখন জনাব চৌধুরী নির্যাতিত কর্মীদের সাহায্যে (আর্থিক/আইনি) সার্বক্ষণিক সহযোগিতা জারি রেখেছেন। বিগত দিনের অন্ধকার কাটিয়ে প্রিয় মাতৃভূমি ফিরতে শুরু করেছে স্বাভাবিক অবস্থায়। দীর্ঘ দিনের দুঃস্বাসনের অচলাবস্থা কাটিয়ে দেশ গনতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলছে। গনতন্ত্রকামী মানুষের ভোটাধিকার প্রয়োগের হাতছানি দিচ্ছে আগামীর সংসদ নির্বাচন। এলাকার মানুষ তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব নির্বাচনের জন্যে প্রার্থী খোঁজার দিকে মনোযোগ দিচ্ছে। মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনে সৎ যোগ্য এবং কর্মী বান্ধব প্রার্থী হিসেবে জন নন্দিত রাজনীতিবিদ জনাব বদরুল আলম চৌধুরী শিপলুর নাম সর্বাগ্রে রয়েছে। বিগত দিনে জনাব শিপলুর কর্মী বান্ধব জন দরদী ভুমিকা তার এলাকার সাধারণ মানুষ ভুলে যায়নি বলেই এবার সংসদ নির্বাচনে কুলাউড়ার জনগণ তাদের প্রার্থী বাছাইয়ে পছন্দের তালিকায় জনাব শিপলুকেই রেখেছেন। তারা মনে করেন যদি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু দলের মনোনয়ন পান তাহলে মানুষের ভালোবাসায় তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তারা এও বিশ্বাস করেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার মানুষের ভাগ্যন্নয়নে ব্যাপক পরিবর্তন সাধিত করবেন। জাতীয়তাবাদী অন্তপ্রাণ জনাব বদরুল আলম চৌধুরী শিপলু মৌলভীবাজার-২ আসনে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাবেন এটাই স্থানীয় জনগণের প্রত্যাশা।
