হ-বাংলা নিউজ:
বাংলাদেশকে বৈশ্বিক পর্যায়ে উপস্থাপন করতে বাংলাদেশ গণগ্রন্থাগার পরিষদ (BDGbG) আগামী ৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এ উপলক্ষে সংগঠনটি ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—বই প্রদর্শনী, পাঠচক্র, মুক্ত আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ প্রকাশনা অনুষ্ঠান।
বাংলাদেশি গ্রন্থাগার ও গ্রন্থকেন্দ্রিক কার্যক্রমকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার লক্ষ্যে “বাংলাদেশ বই–গ্লোবাল কানেকশন” শীর্ষক একটি বিশেষ প্রদর্শনীও আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন গ্রন্থাগারের উন্নয়ন কর্মকাণ্ড, পাঠকসেবা, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শিত হবে।
এছাড়া কর্মসূচির অংশ হিসেবে ১,৩০০ বছরেরও পুরোনো বাংলার জ্ঞানচর্চার ঐতিহ্য নিয়ে বিশেষ সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি গবেষক, সাহিত্যিক এবং পাঠপ্রেমীরা এতে অংশগ্রহণ করবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, “এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ পাঠাভ্যাস, সাহিত্য-সংস্কৃতি এবং জ্ঞানচর্চার ধারাকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা হবে।”
বাংলাদেশ গণগ্রন্থাগার পরিষদ আশা করছে, এবারের অংশগ্রহণ দেশের গ্রন্থাগার আন্দোলনকে আরও গতিশীল করবে এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
📌 প্রেরক:
মুজিবুর রহমান
সভাপতি
বাংলাদেশ গণগ্রন্থাগার পরিষদ (BDGbG)
