হ-বাংলা নিউজ: বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ১৬টি গ্রন্থাগার একসঙ্গে অংশগ্রহণ করল ‘বই অর্ধমেলা–২০২৫’-এর বিশেষ অনুষ্ঠানমালায়। এ উপলক্ষে ২৪ আগস্ট শনিবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ গণগ্রন্থাগার পরিষদ (BDGbG)-এর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গ্রন্থাগারিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই আয়োজনের মাধ্যমে বই ও গ্রন্থাগার সংস্কৃতিকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া হবে। পাঠাভ্যাস, গবেষণা, মুক্তবই পাঠচক্র, লোকসংস্কৃতি, সৃজনশীল লেখা, শিশু-কিশোর কার্যক্রম, পরিবেশ বিষয়ক সচেতনতা এবং প্রযুক্তি-ভিত্তিক শিক্ষাসহ নানা বিষয়কে কেন্দ্র করে আয়োজন সাজানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক জনাব রফিকুল ইসলাম (গ্রেড–১, নং 21812)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. ইকবালুর রহমান, বাংলাদেশ গণগ্রন্থাগার পরিষদের সভাপতি অধ্যাপক আ ফ ম নুরুল হক, সচেতন সমাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ বইকেন্দ্রের মহাসচিব কবি কাজী ফারহানা হক এবং প্রকাশক সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, “বই অর্ধমেলা পাঠাভ্যাসকে জনপ্রিয় করে তোলার পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও জ্ঞানভাণ্ডারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবে।”
উদ্বোধনী পর্ব শেষে কবিতা পাঠ, নাটিকা, দলীয় সংগীত, স্থানীয় শিল্পীদের পরিবেশনা এবং বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, অর্ধমেলা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি বই প্রদর্শনী, পাঠচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
📌 প্রেরক:
মুজিবুর রহমান
সভাপতি
বাংলাদেশ গণগ্রন্থাগার পরিষদ
