হ-বাংলা নিউজঃ
খায়রুজ্জামান মামুনঃ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় দাতব্য সংগঠন ইউ এস বাংলা এসোসিয়েশন আমেরিকার অন্যতম হলিডে “থ্যাংকস গিভিং” উপলক্ষে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

ক্যালিফোর্নিয়ার সিটি অর করুনার ইনল্যান্ড ভিনিয়ার্ড চার্চে গত ২২শে নভেম্বর শনিবার ইউ এস বাংলা এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের নিজস্ব উদ্যোগে চার্চ কর্তৃপক্ষের নিকট কিছু শুকনো খাবার হস্তান্তর করেন।

উল্লেখ্য, সংগঠনটি তাদের প্রতিষ্ঠার পর থেকে সমাজ ও মানব কল্যাণে আমেরিকা ও বাংলাদেশের বিভিন্ন দূর্যোগময় মুহূর্তে তাদের এই দাতব্য কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের কিছু মহানুভব ব্যক্তির দ্বারা পরিচালিত ইউ এস বাংলা এসোসিয়েশন তাদের জনহিতকর কাজের মাধ্যমে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশী ভাইবোনদের সহাযোগীতা অব্যাহত থাকলে তারা তাদের এই মহৎ কাজ গুলো আরো জোরালো ভাবে ভবিষ্যতে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ।

আসন্ন নতুন বছরে ইউ এস বাংলা এসোসিয়েশন তাদের দাতব্য কাজ আরো বড় পরিসরে এগিয়ে নিতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে যা পর্যায়ক্রমে কমিউনিটির সবাইকে অবহিত করা হবে।

নেতৃবৃন্দের আশা তাদের এই উদ্যোগের মাধ্যমে তারা স্থানীয়ভাবে আমেরিকায় ও মাতৃভূমি বাংলাদেশের কল্যাণে ব্যাপক ভূমিকা পালন করবে এবং এতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

