মানববন্ধনে একজন সাংবাদিক ও একজন ফটোসাংবাদিক প্রেরণ প্রসঙ্গে।

হ-বাংলা নিউজ: বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল ও সাবেক স্বামী মোহাম্মদ আলী জিন্নাহ এর অপকর্মের প্রতিবাদে জাতীয় পেসক্লাবের সামনে ১৫/০৭/২০২৪ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় মানববন্ধন আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে একজন সাংবাদিক ও একজন ফটোসাংবাদিক প্রেরণ প্রসঙ্গে।

প্রিয় সাংবাদিক ভাই বোনের,

যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি শাহানা আফ্রিদী (দিপা), আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ করে আসতেছি। আমি একজন সফল নারী উদ্যোক্তা। আমি বিভিন্ন সময়ে অসহায় গরীবদের মাঝে সাহায্য সহযোগিতা করে অসাছি এবং একজন প্রতিবাদী নারী হিসেবে কাজ করে আসতেছি। এমতাবস্থায় কিছু প্রতারক চক্র দীর্ঘদিন ধরে আমার ক্ষতি করে আসতেছে। প্রায় ১৭ বছর ধরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, এই দুর্নীতিবাজ, নারী পিপাসু, চরিত্রহীন, দেহ ব্যবসায়ী ও নারীর দালাল মোল্লা জালাল এবং আমার সাবেক স্বামী মোহাম্মদ আলী জিন্নাহ এরা দুইজন সহ আরো অনেক সহযোগীদের নিয়ে মোল্লা জালাল আমার এবং আমার পরিবারের উপর বিভিন্ন রকম নির্যাতন করা আসছে দীর্ঘ ১৫ বছর ধরে। অত্যান্ত সুকৌশলে এবং আড়াল থেকে এসব অপকর্ম মোল্লা জালাল করছে। তাই তাদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আপনি আমন্ত্রিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *