কোটাবিরোধী আন্দোলনকারীদের বাংলাদেশ বিরোধী অবস্থানের তীব্র নিন্দা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের

হ-বাংলা নিউজ: 
পৃথিবীর ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এক অনন্য বিশ্ববিদ্যালয় যার প্রতিটি অনু পরমাণুতে একটি জাতির জন্ম ইতিহাস লেখা আছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীরা বাংলাদেশের মুক্তিসংগ্রামে এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। স্বয়ং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

১৯৭১ এর ২৫ মার্চের কাল রাত্রিতে হানাদার পাকিস্তানী বাহিনী গণহত্যার সূচনা করে এই বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র ছাত্র, শিক্ষক এবং কর্মচারীদের হত্যার মাধ্যমে।

সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনের নামে এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ বিরোধী যে স্লোগান দিয়েছে তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। এই তথাকথিত আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কোমলমতি শিক্ষার্থীদের সামনে রেখে একদিকে যেমন আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়কে অপমান করছে ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত।

পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক বৈষম্য দূর করার জন্য কোটা ব্যাবস্থার প্রচলণ করা হয়। অবিভক্ত বাংলায় কোটা ব্যাবস্থার প্রথম প্রচলন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অনগ্রসর বাঙালী মুসলিম জনগোষ্ঠীর জন্য। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণ, লিঙ্গ এবং শ্রেণী বৈষম্য দূর করার জন্য কোটা ব্যবস্থা প্রচলন করেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬১ সালে Affirmative Action আইনে পরিণত করে। যুক্তরাষ্ট্রের এই কোটা ব্যাবস্থা শুধু সরকারি চাকুরীর ক্ষেত্রেই নয়, ব্যাবসা বাণিজ্য সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও প্রযোজ্য।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের বাংলাদেশ বিরোধী অবস্থানের তীব্র নিন্দা জানাচ্ছে এবং একই সাথে মুক্তিযোদ্ধাদের প্রজন্ম, পিছিয়ে পড়া শ্রেণী এবং বিভিন্ন নৃ গোষ্ঠীর জন্য বিশ্ববিদ্যালয় সহ সরকারি উন্নয়ন প্রকল্পে যুক্তরাষ্ট্রের মতই Affirmative Action এর মত আইন করে কোটা ব্যবস্থা চালু করার দাবি জানাচ্ছে।



নিবেদনে,
ড. নুরুন নবী – সভাপতি
রানা হাসান – মাহমুদ সাধারণ সম্পাদক 

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *