হ-বাংলা নিউজ:
নিউইয়র্ক, ৩০ জুলাই:
বাংলাদেশ গ্লোবাল ব্রেইনগেইন (BDGbG)-এর উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘মেন্টরশিপ ও ক্যারিয়ার সংলাপ’ শীর্ষক একটি ব্যতিক্রমী মিলনমেলা। স্থানীয় সময় শনিবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবস্থানরত মেধাবী বাংলাদেশি পেশাজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা। আলোচনা হয় বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা, বাংলাদেশমুখী সম্ভাবনা, এবং প্রবাসী তরুণদের জন্য ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা নিয়ে।
আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশি প্রজন্ম ও তরুণ পেশাজীবীদের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ের মেন্টরশিপ গড়ে তোলা এবং বাংলাদেশে সম্ভাবনাময় ক্যারিয়ার গন্তব্য হিসেবে তুলে ধরা।
🧠 প্রধান বক্তারা ছিলেন:
- ড. ইনজামাম ইলিয়াস (R\&D, Pfizer)
- ইঞ্জিনিয়ার ও উদ্যোক্তা মো. আশরাফুল ইসলাম
- ড. রাবেয়া জান্নাত (CDC Fellow, US)
- ড. আহসান হাবিব (Public Health Consultant)
- সায়েন্স জার্নালিস্ট আফতাব কামাল
- বিশ্ববিদ্যালয় শিক্ষিকা ও লেখক সাবরিনা রুবাইয়াত
- ক্যারিয়ার কনসালট্যান্ট আয়শা ইসলাম,
এছাড়াও আরও কয়েকজন তরুণ প্রফেশনাল ও মেন্টর বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “বাংলাদেশি প্রবাসী তরুণরা এখন শুধু কাজের জন্য বিদেশে থাকছে না, তারা গ্লোবাল নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনের অংশ হতে চাইছে। এই পরিবর্তনের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করতে এমন প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
🔍 মেন্টরশিপ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা
BDGbG-এর অন্যতম সংগঠক ড. ইনজামাম ইলিয়াস জানান,
“আমরা চাচ্ছি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি পেশাজীবীদের একটি নেটওয়ার্ক তৈরি করতে, যেখানে তারা একে অপরকে মেন্টরিং, রিসোর্স ও সুযোগ দিয়ে সাহায্য করতে পারেন।”
জানাবেন।
