হ-বাংলা নিউজ:
নিউইয়র্ক, ৩০ জুলাই:
নিউইয়র্কের কুইন্সে অনুষ্ঠিত হলো “রিজিওনাল ক্যারিয়ার এক্সপো ২০২৫”—যেখানে অংশ নেয় ছয়টি গ্লোবাল ও রিমোট-ফোকাসড কোম্পানি। প্রবাসী বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের এই নতুন দিগন্তে প্রায় ৩০ জনের বেশি পেশাদার ও ক্যারিয়ার কোচ তরুণদের রিয়েল-টাইম সাক্ষাৎকার নেন এবং গাইডলাইন দেন ভবিষ্যতের জন্য।
এই এক্সপোতে শতাধিক চাকরি প্রত্যাশী ও তরুণ পেশাজীবী অংশগ্রহণ করেন, যারা প্রযুক্তি, রিক্রুটমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক, স্টার্টআপ, এবং গ্লোবাল ফ্রিল্যান্সিং নিয়ে সরাসরি মতবিনিময় করেন। তারা জানতে পারেন—যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের জন্য গ্লোবাল রিমোট চাকরির সুযোগ কীভাবে তৈরি করা যায় এবং সেটি পাওয়ার জন্য কী প্রস্তুতি দরকার।
জানাশোনা, দক্ষতা ও সংযোগের প্ল্যাটফর্ম
আয়োজক সংস্থা ইনোভেশন বাংলাদেশ জানায়, এই এক্সপো ছিল মূলত এমন একটি জায়গা, যেখানে “জানাশোনা, দক্ষতা ও সংযোগ”—এই তিনটি গুরুত্বপূর্ণ উপাদান একসাথে হাজির করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা তরুণরা তাদের ক্যারিয়ারের সম্ভাবনাগুলো বাস্তবে রূপ দেওয়ার দিকনির্দেশনা পান।
ক্যারিয়ার এক্সপোর অন্যতম বক্তা ছিলেন—
- প্রবাসী তরুণদের আইটি গাইড ইনিংব (Ingingb)
- রিক্রুটমেন্ট এক্সপার্ট মাহমুদ মঈন,
- ফ্রিল্যান্সিং এক্সপার্ট রুবিনা তাসনিম,
- ওয়ার্ল্ড ব্যাংকের টেকনোলজি মেন্টর ড. কামরুল ইসলাম,
- স্টার্টআপ লিডার সায়েম ফারুক,
- সিনিয়র ইঞ্জিনিয়ার জুনায়েদ সিদ্দিকী,
- এবং ক্যারিয়ার কোচ ও উদ্যোক্তা ফারহান ইমতিয়াজ।
তরুণদের সাড়া ও ভবিষ্যৎ পরিকল্পনা
অনুষ্ঠানে উপস্থিত একজন তরুণ অংশগ্রহণকারী বলেন, “এই এক্সপোতে এসে আমি বুঝেছি কীভাবে নিজের স্কিল তৈরি করতে হবে এবং কীভাবে গ্লোবাল মার্কেটে নিজেকে উপস্থাপন করতে হয়।”
আয়োজক ইফতেখার আহমেদ বলেন, “আমরা চাই প্রবাসী বাংলাদেশি তরুণদের জন্য একটি সলিড রোডম্যাপ তৈরি করতে, যেখানে তারা গাইডলাইন, সংযোগ ও অনুপ্রেরণা একসঙ্গে পাবে।”
তিনি আরও জানান, আগামীতে টরন্টো, হিউস্টন ও শিকাগোতেও এ ধরণের রিজিওনাল ক্যারিয়ার এক্সপো আয়োজনের পরিকল্পনা রয়েছে।
