Mayor Candidate ZOHRAN এর সাথে মত বিনিময়

গত সোমবার ৯ই জুন ২০২৫ জেকশন হাইটসের সানাই রেস্টুরেন্ট এর পার্টি হলে New York সিটির মেয়র পদপ্রার্থী সবচেয়ে Young, Energetic  এবং মুসলিম Candidate ZOHRAN Mamdani সাথে জেকশন হাইট এর গণ্যমান্য ব্যক্তি সহ সর্বসাধারণের সাথে এক মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়

ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও ফাহাদ সোলায়মান এর উদ্যোগে Pricila  ফাতেমার সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়

উক্ত অনুষ্ঠানে বাঙালি কমিউনিটির All Brough থেকে লিডারদের সমাগম ছিল চোখে পড়ার মত তার মধ্যে জ্যাকসন হাইটসের ৯৫ শতাংশ লিডার্স ও সাধারণ মানুষরা উপস্থিত ছিলেন

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল এন্ড কলেজের স্টুডেন্টদের সমাগম ছিল চোখে পড়ার মতো

অনুষ্ঠানে বাঙালি কমিটির ছাড়াও পাকিস্তানি, আফগানিস্তানি ও বিভিন্ন কমিটির লোকজন উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে যাতে সর্বোচ্চ লোকসমাগম হয় সেই লক্ষ্যে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সবাইকে ফোন করে ইনভাইটেশন পাঠিয়ে এবং ঈদের আগের রাত্রে এলইডি ডিজিটাল ট্রাকে ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানায়

ইনজেকশন হাইটসে ZOHRAN Mamdani সাথে আলোচনা সভার করার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশী বিভিন্ন ধর্মাবলীর কমিউনিটি এবং মুসলিম কমিউনিটি  কে এইটা বলা যে আপনি ভোট দিতে গেলেই ZOHRAN Mamdani will win the race.

নিউইয়র্ক সিটিতে আনুমানিক পাঁচশত মসজিদ আছে যদি আমরা জুমা নামাজের আগে  ইমাম সাহেবকে request করে বলাইতে পারি যে আপনি একজন Muslim Candidateর জন্য মুসল্লিদের কাছে ভোট চান যদি তা হয় তাহলে আমার মনে হয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিবে এবং আমরা এই জয় ছিনিয়ে নিয়ে আসব ইনশাল্লাহ

যেহেতু আমাদের হাতে সময় খুব কম ইলেকশন খুব নিকটে এই পদ্ধতি অনুসরণ করলে খুব দ্রুত ব্যাপক সাড়া পাবো এবং আমরা ১০০% এই ইলেকশন জিতে আসবো

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ নেওয়াজ, টুটুল বাড়ি, সা জে চৌধুরী গ্যাস আহামেদ, শাহ শহিদুল হক, তরিকুল ইসলাম বাদল, দেশ পত্রিকার এডিটর মিজানুর রহমান, পরিচয়, পত্রিকার EDITOR নাজমুল হুদা, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ফারহান, মালিহা ও আরো অনেকে সবাইকে আমার ও Fahad Suliman পক্ষ থেকে অনুষ্ঠানে কে সার্থক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেইসাথে ধন্যবাদ জানাচ্ছি ইলেক্ট্রনিক্স মিডিয়া ও Print Media  সমস্ত ভাই বোনদেরকে যারা অনুষ্ঠানকে cover করেছেন সবাই আমাদের কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *