হ-বাংলা নিউজ:
নিউইয়র্ক, ১৪ জুলাই:
উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী সন্দ্বীপবাসীদের মিলনমেলায় পরিণত হয় এবারের “সন্দ্বীপ সোসাইটির গ্রীষ্মকালীন বার্ষিক পিকনিক ২০২৫”। নিউইয়র্ক আপস্টেটের লেকল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয় এই আনন্দঘন আয়োজন।
এবারের পিকনিকে অংশ নেন প্রায় সাড়ে তিন হাজার প্রবাসী। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের অন্তত ৮টি অঙ্গরাজ্য থেকে ২২টি বাস ও প্রায় ৬০০টি প্রাইভেট গাড়িতে আগত সন্দ্বীপবাসীরা পরিবার-পরিজন নিয়ে যোগ দেন এই বৃহৎ আয়োজনে।
এক খণ্ড সন্দ্বীপ উত্তর আমেরিকায়
এই পিকনিক ছিল যেন উত্তর আমেরিকায় এক টুকরো সন্দ্বীপ। পার্কজুড়ে সাজানো হয়েছিল ৮টি বিশাল আকৃতির তাবু, খাবারের স্টল, খেলার মাঠ ও বসার স্থান। সকাল থেকেই আয়োজন চলে সুসংগঠিতভাবে। স্টপওয়াচ দিয়ে খাবার পরিবেশন ও বিনোদনের আয়োজন করা হয় নিয়মমাফিকভাবে।
দিনভর আনন্দ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দিনভর চলে নানা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র। বাচ্চাদের জন্য ছিল চিপস, খেলনা ও বিভিন্ন রকম গেমের আয়োজন। সবার অংশগ্রহণে দুপুরে পরিবেশিত হয় সুস্বাদু খাবার—যেখানে ছিল প্রবাসে খুবই জনপ্রিয় ভুনা খিচুড়ি, গরুর মাংস, সালাদ ও পানীয়।
বিশেষ অতিথি ও আয়োজকরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি তফরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহেল, সহ-সভাপতি সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর কাদের সাহাগ, কনভেনর আব্দুস সালাম লাভু, ইমরুল হাসান আফানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে গ্র্যান্ড স্পনসর ছিলেন কাজী হায়াত নজরুল, গোল্ড স্পনসর মাসরুফ হাসান, সিলভার স্পনসর মাহাম্মাদ ফেহাজ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মতিউর রহমান, ওয়াহিদুল ইসলাম, ফখরুল ইসলাম, ফয়জুল কাদেরসহ আরও অনেকে।
পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র
দিবসের শেষভাগে বিজয়ীদের হাতে তোলা হয় ২৭টি আকর্ষণীয় পুরস্কার। র্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার জিতে নেন জামিল জামান।
কমিউনিটির পাশে সন্দ্বীপ সোসাইটি
পিকনিক আয়োজনে সন্দ্বীপ সোসাইটির শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করেন সুশৃঙ্খলভাবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি প্রবাসে যেসব সন্দ্বীপবাসী মারা গেছেন, তাদের স্মরণে ২২ জনের নাম প্রকাশ করে মোনাজাত করা হয় এবং ৭ জনের পরিবারকে মোট ২১,০০০ ডলারের সহায়তা দেওয়া হয়েছে।
সোসাইটির আর্থিক প্রতিবেদনেও জানানো হয়, বিগত বছরজুড়ে প্রায় ৭ লাখ ডলারের মতো ব্যয় হয়েছে বিভিন্ন সহায়তা, সেবামূলক ও সাংগঠনিক খাতে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ
সামগ্রিক আয়োজনে স্বেচ্ছাসেবক, ট্রাস্টি, উপদেষ্টা, স্পনসর ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি তফরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক আলমগীর হাসান।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সকল বাস ও প্রাইভেট গাড়ি পার্ক ত্যাগ করে যার যার গন্তব্যে রওনা দেয়। অনুষ্ঠান ছিল সার্বিকভাবে সুশৃঙ্খল ও প্রাণবন্ত।
