নিউইয়র্কে বাংলাদেশি গ্লোবাল প্রফেশনালদের অংশগ্রহণে BDGbG আয়োজিত ব্যতিক্রমী অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান

হ-বাংলা নিউজ:

নিউইয়র্ক, ১৬ জুলাই ২০২৫
বাংলাদেশ গ্লোবাল ব্রেইনগেইন (BDGbG) এর উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো এক অনন্য অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি মেধাবী প্রফেশনাল, গবেষক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক ও উদ্যোক্তা

গেল ১৫ জুলাই (বাংলাদেশ সময় রাত ৯টা) নিউইয়র্কে অবস্থিত ইউএন প্লাজা হোটেলের এক কনফারেন্স হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে তিনি তাঁর দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা, গ্লোবাল স্কিলস অর্জন, স্টার্টআপ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সঙ্গে সংযোগ রক্ষার গল্প তুলে ধরেন। Avjg সাম্প্রতিক সময়ে Uv1⁄2vBj এর তরুণ উদ্যোক্তা ক্যাটাগরিতে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন।

প্রত্যাবর্তনের বার্তা

Avjg তাঁর বক্তব্যে বলেন,

“আমি শিকড়ের টানে দেশে ফিরছি—শুধু আবেগ নয়, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। আমার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও লার্নিং বাংলাদেশে প্রয়োগ করতে চাই।”
তিনি আরও বলেন,
“Uv1⁄2vBj–এ অর্জিত অভিজ্ঞতা ও বৈশ্বিক কানেকশন বাংলাদেশের জন্য একটি নতুন রোডম্যাপ তৈরি করতে পারে।”

এই আয়োজনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের পেশাদার এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন—

BDGbG-এর লক্ষ্য

BDGbG-এর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশি গ্লোবাল স্কিলস অ্যাক্সিলারেটর প্রোগ্রামের লিড Avn‡g` mvjvnDwÏb বলেন,

“আমাদের লক্ষ্য শুধু বিদেশে অবস্থান করা নয়, বরং বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে কাজে লাগানো। এই অভিজ্ঞতা বিনিময় আয়োজন সেই বৃহৎ পরিকল্পনার একটি অংশ।”
তিনি আরও বলেন,
“আমরা চাচ্ছি, দেশে ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা একে অপরের জ্ঞান ও অভিজ্ঞতার সাথে সংযুক্ত হোক। এতে করে তৈরি হবে একটি কার্যকর গ্লোবাল-বাংলাদেশ কানেকটিভিটি।”

বিশেষ বক্তব্য ও আলোচনা

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন MIT, UN, World Bank, Stanford এবং Harvard সংযুক্ত একাধিক অতিথি, যারা তাঁদের অভিজ্ঞতা ও গবেষণা কাজে বাংলাদেশকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, সেই ভাবনার কথা তুলে ধরেন।

এছাড়াও উপস্থিত ছিলেন:

  • যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ মিশনের প্রতিনিধি
  • দেশের স্বনামধন্য উদ্ভাবক, গবেষক, সাংবাদিক এবং আন্তর্জাতিক ফান্ডিং ও ইনোভেশন সংস্থার প্রতিনিধি
  • উদ্যোক্তা, স্টার্টআপ ফাউন্ডার এবং পলিসি-লিডাররা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *