হ-বাংলা নিউজ: নিউইয়র্ক, ১৪ জুলাই:
নিউইয়র্কের কুইন্সে অনুষ্ঠিত হলো ‘রিজিওনাল ক্যারিয়ার এক্সপো ২০২৫’। বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়।
ক্যারিয়ার এক্সপোটি আয়োজন করে “ইনোভেশন বাংলাদেশ” এবং “বিজনেস গেটওয়ে” যৌথভাবে। এতে ছয়টি গ্লোবাল ও রিমোট কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং রিয়েল-টাইম ইন্টারভিউয়ের সুযোগ পান।
কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব ও আলোচনা বিষয়
এক্সপোতে অংশগ্রহণ করে বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিসরে কাজ করা কোম্পানি যেমন—
প্রতিটি কোম্পানির পক্ষ থেকে সিইও, টেক লিড, রিক্রুটার ও হায়ারিং ম্যানেজাররা অংশ নেন।
আলোচনায় উঠে আসে—বাংলাদেশি তরুণদের সম্ভাবনা, ডেভেলপার হিসেবে রিমোট চাকরির বাজার, কর্মসংস্থানে স্কিল ডেভেলপমেন্ট এবং গ্লোবাল রিক্রুটমেন্ট প্রসঙ্গ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- সফটওয়্যার আর্কিটেক্ট ও কমিউনিটি লিডার রেজওয়ান বিন হোসেন,
- সিনিয়র প্রকৌশলী জুনায়েদ সিদ্দিকী,
- টেক উদ্যোক্তা ও ক্যারিয়ার কোচ ফারহান ইমতিয়াজ,
- রিক্রুটমেন্ট কনসালট্যান্ট রুবিনা তাসনিম,
- ওয়ার্ল্ড ব্যাংকের মেন্টর ড. কামরুল ইসলাম,
- স্টার্টআপ এক্সপার্ট সায়েম ফারুক সহ আরও অনেকে।
আয়োজনের লক্ষ্য ও গুরুত্ব
মূল আয়োজনের মুখ্য সমন্বয়ক ইফতেখার আহমেদ বলেন,
“এই এক্সপোর মাধ্যমে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি তরুণদের রিমোট ও গ্লোবাল চাকরির সঙ্গে সরাসরি সংযোগ ঘটানো সম্ভব হয়েছে। এতে শুধু চাকরির সুযোগই নয়, ভবিষ্যতের প্রস্তুতির পথও সুগম হলো।”
তাঁর মতে, বাংলাদেশি কমিউনিটির জন্য এ ধরনের প্ল্যাটফর্ম খুব জরুরি যেখানে “সঠিক পরামর্শ, সঠিক সংযোগ ও সঠিক সুযোগ” একসাথে পাওয়া যায়।
আয়োজক সংগঠন ইনোভেশন বাংলাদেশ জানায়, আগামীতে তারা শিকাগো, টরন্টো, ও হিউস্টনেও একই ধরনের রিজিওনাল ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করতে চায়।
