হ-বাংলা নিউজ:
নিউইয়র্ক, ৩১ জুলাই:
বাংলাদেশ গ্লোবাল ব্রেইনগেইনের (BDGbG) উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ আন্তর্জাতিক কেরিয়ার মেলা ২০২৫’। জাতিসংঘে নিযুক্ত বাশের স্থায়ী মিশনের মিলনায়তনে বুধবার আয়োজিত এই অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল সাড়া ফেলে।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত। বক্তব্যে তিনি বলেন, “এই কেরিয়ার মেলার মাধ্যমে প্রবাসী মেধাবীদের বাংলাদেশের উন্নয়নে সম্পৃক্ত করার একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রচেষ্টা দেশমুখী মেধা-প্রবাহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে মোট ১২৬ জন নিবন্ধিত অংশগ্রহণকারী এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে আগত ১৬ জন অভিজ্ঞ পেশাজীবী ও মেন্টর অংশ নেন। তাঁরা পেশাগত অভিজ্ঞতা, উদ্যোক্তা হওয়ার কৌশল, আন্তর্জাতিক পরিসরে অর্জিত জ্ঞান ও দক্ষতা শেয়ার করেন।
অনুষ্ঠানে অংশ নেন যাঁরা
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—
- ড. কামরুল হাসান (গবেষক, এমআইটি)
- ইঞ্জিনিয়ার কাজী রফিকুল ইসলাম (প্রযুক্তি উদ্যোক্তা)
- ড. আরিফুর রহমান (অধ্যাপক, ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটা)
- শ্রাবণী সরকার (সফটওয়্যার প্রকৌশলী, ফেসবুক)
- মোস্তাফিজুর রহমান (উন্নয়ন বিশেষজ্ঞ)
- ড. রাফসান জানজিরা (জনস্বাস্থ্য গবেষক)
তাঁরা বাংলাদেশে ক্যারিয়ারের সুযোগ, চাকরির বাজার, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও নীতিগত সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রবাসীদের আগ্রহ
অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক প্রবাসী বাংলাদেশি জানান, এই মেলার মাধ্যমে তাঁরা দেশের সঙ্গে পেশাগতভাবে যুক্ত হওয়ার একটি বাস্তব ও কার্যকর রূপরেখা পেয়েছেন।
একজন অংশগ্রহণকারী বলেন, “এমন একটি প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশমুখী হতে উৎসাহিত করেছে। আমি এখন বাংলাদেশে ফিরে গিয়ে কাজ করতে আগ্রহী।”
ভবিষ্যৎ পরিকল্পনা
আয়োজক সংগঠন BDGbG জানায়, ভবিষ্যতে কানাডা, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন শহরে এ ধরনের আন্তর্জাতিক কেরিয়ার মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
BDGbG–এর অন্যতম উদ্যোক্তা মাহমুদ রিয়াদ জানান, “আমরা একটি সেতুবন্ধন গড়তে চাই দেশের ভেতরের প্রয়োজন ও বাইরের মেধার মধ্যে। এই মেলা তারই একটি ছোট শুরু।”
