হ-বাংলা নিউজ: দেশের বেসরকারি শিল্প খাতের কিংবদন্তি, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২০২০ সালের ১৩ জুলাই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪৬ সালের ৩ মে ঢাকার দোহারে জন্ম নেওয়া নুরুল ইসলাম ছিলেন এক সাহসী, দূরদর্শী ও অপ্রতিরোধ্য উদ্যোক্তা। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর তিনি দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপ। চার দশকের বেশি সময় ধরে শিল্পের বিভিন্ন খাতে—যেমন আবাসন, ইলেকট্রনিক্স, বস্ত্র, কেমিক্যাল, মোটরসাইকেল, মিডিয়া এবং এশিয়ার অন্যতম বৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক—সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।
তার নেতৃত্বে গড়ে ওঠা ৪২টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ না করা এই সাহসী কণ্ঠস্বর আমৃত্যু ছিলেন সততা ও ন্যায়ের প্রতীক।
নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যমুনা গ্রুপের প্রধান কার্যালয়সহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় কুরআন খতম, দোয়া মাহফিল, বনানী কবরস্থানে জিয়ারত এবং এতিমদের মাঝে খাবার বিতরণ। এসব আয়োজনে অংশ নেন গ্রুপের কর্মকর্তারা, কর্মচারীরা এবং শুভানুধ্যায়ীরা।
যদিও তিনি আজ নেই, তবে তাঁর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা, এগিয়ে নিচ্ছেন তাঁর রেখে যাওয়া প্রতিষ্ঠানসমূহ।
