“নুরুল ইসলাম আমাদের প্রতিটি মুহূর্তে অনুপস্থিতভাবে উপস্থিত” — বিএম জাহাঙ্গীর

হ-বাংলা নিউজ: যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে প্রতিটি ক্ষণে অনুভব করে যুগান্তর পরিবার—এমন মন্তব্য করেছেন যুগান্তরের উপসম্পাদক বিএম জাহাঙ্গীর।

রোববার (১৩ জুলাই) নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর যুগান্তর ভবনের পঞ্চম তলায়।

বিএম জাহাঙ্গীর বলেন, “আজ যাঁকে আমরা স্মরণ করছি, তাঁকে শুধু একটি দিনে নয়, প্রতিটি মুহূর্তে আমরা অনুভব করি। তাঁর অনুপস্থিতি আমাদের মাঝে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশের নির্মাণে তাঁর মতো একজন সাহসী, দূরদর্শী নেতার খুব প্রয়োজন ছিল।”

তিনি আরও বলেন, “প্রয়াত চেয়ারম্যানকে ভালোবাসার দুটি বাস্তব রূপ হতে পারে—প্রথমত, তাঁর জন্য দোয়া, সদকা, নফল রোজা ও নামাজের মাধ্যমে আত্মার মাগফিরাত কামনা। দ্বিতীয়ত, তাঁর আদর্শ ও ভালো কাজগুলো নিজেদের জীবনে অনুসরণ করা। তবেই আমাদের স্মরণ হবে প্রকৃত সম্মান।”

স্মৃতিচারণায় তিনি জানান, “চেয়ারম্যান নুরুল ইসলামের সাহচর্যে বহু সময় কাটিয়েছি। তাঁর কর্মনিষ্ঠা, দেশপ্রেম, সময়নিষ্ঠতা ও সত্যনিষ্ঠতা কাছ থেকে দেখেছি। কাজের ফাঁকি তিনি কখনো দিতেন না। তাঁর মতো মানুষকে অনুসরণ করলে জীবনে সফলতা নিশ্চিত।”

তিনি আরও বলেন, “সত্য প্রকাশে তিনি কখনো আপোস করতেন না। তথ্য সঠিক হলে তিনি কারো চাপে নতি স্বীকার করতেন না। এই নীতির জন্য তিনি জেল-জুলুম সহ্য করেছেন, এমনকি ব্যবসায়িক ক্ষতিও মেনে নিয়েছেন, তবুও মাথা নত করেননি।”


প্রয়োজনে আমি এটি আরও ছোট আকারে উপসম্পাদকীয় বা স্মরণ-প্রবন্ধ আকারেও উপস্থাপন করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *