মিটফোর্ডে সোহাগ হত্যা: দেশজুড়ে ক্ষোভ, প্রতিবাদে উত্তাল রাজপথ

হ-বাংলা নিউজ: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯)–কে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) দিবালোকে সংঘটিত এই বর্বর হত্যাকাণ্ডে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন।

ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই বিচার দাবিতে রাজপথে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এই হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং দলটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান শোনা যায়।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ছবি অবমাননার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১২ জুলাই) তিনি ‘ব্যতিক্রমী সেক্টর কমান্ডার’ শিরোনামে জিয়াউর রহমানকে নিয়ে তাঁর পুরোনো একটি লেখা ফেসবুকে শেয়ার করে লেখেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব। আওয়ামী লীগ সরকারের সময়ে যখনই তাঁকে হেয় করা হতো, তখনই আমি এই লেখাটি পোস্ট করতাম।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বিদায় নিয়েছে। ভাবিনি এরপরও আবার এই লেখাটি দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *