বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

হ-বাংলা নিউজ: 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদের অস্তিত্ব নেই।

রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি মালয়েশিয়ায় কয়েকজন বাংলাদেশিকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার বিষয়ে তিনি বলেন, “যে তিনজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউই জঙ্গি নন। তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে একটি প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে।”

তিনি আরও বলেন, “মালয়েশিয়ার পুলিশের চিফ যে পাঁচজনকে নিয়ে মন্তব্য করেছেন, তারা এখনো দেশে ফেরত আসেননি। তাদের বিষয়ে আমরা সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা করছি। তদন্ত করে দেখা হবে, তবে আপাতত তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”

মালয়েশিয়ার আইজিপির বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “তিনি (আইজিপি) ঠিক কী বলেছেন, তা আমি জানি না। সরকারিভাবে আমাদের কাছে কোনো বার্তা আসেনি। বিভিন্ন মাধ্যমে কিছু তথ্য আসলেও, পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুলোর ভিত্তিতে একটি প্রেস রিলিজ দিয়েছে।”

বাংলাদেশে জঙ্গিবাদ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “মিডিয়ার সহযোগিতায় আমরা দেশে জঙ্গিবাদ নির্মূলে সফল হয়েছি। আপনাদের (গণমাধ্যমের) ভূমিকা এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দশ বছরে জঙ্গিবাদ সংক্রান্ত কোনো তথ্য আপনারা পেয়েছেন কি? যখন ছিল, তখন প্রতিবেদন করেছেন। এখন জঙ্গিবাদ নেই বলেই কিছু প্রকাশও হচ্ছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *