আটলান্টিক সিটি হাই স্কুলের গ্র্যাজুয়েশনে বাংলাদেশি 

হ-বাংলা নিউজ: বংশোদ্ভূত শিক্ষার্থীদের সাফল্য

সুব্রত চৌধুরী , আটলান্টিক সিটি:

 যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের জন্য স্বপ্ন পূরণের দিন ছিল ২৩ জুন, সোমবার।

এদিন আটলান্টিক সিটি হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত চার শতাধিক শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হলো আটলান্টিক সিটির ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে। তাদের মধ্যে বাংলাদেশি  শিক্ষার্থীর সংখ্যাও কম ছিল না।

দুপুর থেকেই শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন গাউন পরে পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে। তাদের সবার শরীরি ভাষায় চার বছরের কঠোর পরিশ্রম শেষে প্রাপ্তির পূর্ণতা, চোখে-মুখে খুশির আনন্দ ঝিলিক। অনুষ্ঠান শুরু হওয়ার পর কৃতি শিক্ষার্থীদের নাম ঘোষণার সাথে সাথে তুমুল করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারো উত্তরসূরী বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার। আর এই জয়জয়কার অবস্থার মধ্যে আপন আলোয় উদ্ভাসিত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী ফাইজা,ইশতিয়াক,তানজিয়া,ইশরাক,তাসনূভা,আমেরা,

নাদেরা প্রমুখ। তারা মেধা তালিকার সেরা দশে স্থান পেয়েছে।

         আটলান্টিক সিটি হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোনাল্ড হ্যারিসের নেতৃত্বে স্কুলের অন্যান্য অধিকর্তা, সিটির মেয়র মার্টি স্মল, স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল ,স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, সিটি কাউন্সিলের সদস্যরা সহ অন্যান‍্য অতিথিরা 

মঞ্চে আসন গ্রহন করেন। এরপর শিক্ষার্থীরা শোভাযাএা সহকারে এসে মিলনায়তনের ভেতরে নিজ নিজ আসন গ্রহন করে।

 যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে স্কুলের অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এছাড়া, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেণ্ট লা কোয়েটা স্মল বক্তব্য দেন।

শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে মঞ্চে এসে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে । সুব্রত চৌধুরী ও স্কুলের অধ্যক্ষ ,সহঅধ্যক্ষরা শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমার রেপ্লিকা তুলে দেন। এ সময় তাদের অভিবাবকরা করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।

 এবছর গ্রাজুয়েশনে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার অবস্থা দেখা গেছে, যা অভিভাবকসহ বাঙালি কমিউনিটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *