পশ্চিম ভার্জিনিয়ার নিউ বৃন্দাবনে প্রাণের আমেজে কীর্তন মেলা

হ-বাংলা নিউজ:যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যে অবস্থিত নিউ বৃন্দাবনে গত ২১ জুন, শনিবার প্রাণের আমেজে কীর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন ভোর  থেকে শুরু হয়ে পরদিন সকাল পর্যন্ত কীর্তন মেলা চলে।

কীর্তন মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল দিনব্যাপী কীর্তন, পূজা অর্চনা ,ধর্মকথা,প্রসাদ বিতরণ ইত্যাদি।

ঈশ্বরের নাম, লীলা ও তার গুণাবলীকে সুর, তাল, লয়ে বেঁধে এক অপূর্ব রসে নিবেদন করাকে বলে কীর্তন। “এই কলিযুগে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরমার্থ লাভের আর কোন উপায় নেই। অন্যান্য অনেক আধ্যাত্মিক পন্থা আছে যেগুলি পারমার্থিক উন্নতির সহায়ক, কিন্তু এই যুগে (কলি) সেগুলি কার্যকরী নয়।”

ধ্যান, যজ্ঞ এবং বিগ্রহ অর্চন- এই পারমার্থিক কর্মগুলি ফলপ্রসূ হয় যখন সঙ্গে ভগবানের দিব্যনাম কীর্তন করা হয়। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে, “বিগ্রহ অর্চনের মাধ্যমে হৃদয় নির্মল হয়, যদি সঙ্গে কীর্তন করা হয়। কারণ এটি আমাদেরকে ভগবানের সাথে সরাসরি যুক্ত করে।”

কীর্তন মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে কীর্তনিয়ারা সহ বিপুলসংখ্যক কৃষ্ণভক্ত অংশগ্রহন করেন।

সুমন মজুমদার এর নেতৃত্বে আটলান্টিক সিটি কীর্তনীয়া দলের সদস্য  তৃপ্তি সরকার, প্রদীপ দে,মেরি দে, গঙ্গা সাহা, চন্দন রায়, দীপা দে জয়া , বর্ষা রানা,গীতা রানা কীর্তন মেলায় অংশগ্রহণ করেন ।

কীর্তন মেলায় কৃষ্ণভক্তদের সম্মিলিত কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে।

কীর্তন মেলায় অংশগ্রহণকারী কৃষ্ণভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *