ঐতিহাসিক বরফের ঝড়ে ঢাকা পড়ে গিয়েছে পশ্চিম নিউইয়র্ক। শনিবার এর বেশ কয়েকটি এলাকা ৬ ফুট বরফে ঢেকে গিয়েছে বলে জানা গিয়েছে। এত বরফ এভাবে কখনও পড়েনি বলে জানা গিয়েছে। রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বিমান বন্ধ হয়ে গিয়েছে বাফেলো অঞ্চলে।ঐতিহাসিক বরফের ঝড়ে ঢাকা পড়ে গিয়েছে পশ্চিম নিউইয়র্ক। শনিবার এর বেশ কয়েকটি এলাকা ৬ ফুট বরফে ঢেকে গিয়েছে বলে জানা গিয়েছে। এত বরফ এভাবে কখনও পড়েনি বলে জানা গিয়েছে। রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বিমান বন্ধ হয়ে গিয়েছে বাফেলো অঞ্চলে।তিনি পশ্চিম নিউইয়র্কবাসীকে ধন্যবাদ জানিয়েছেন হাইওয়ে বন্ধ রাখতে সাহায্য করার জন্য। কেউ এখন সেখানে ঘুরতে যেন না আসে সেই কথাও বলা হয়েছে । বাড়িতে থাকতে বলা হয়েছে সেখানকার মানুষকে। প্রশাসন দ্রুত বরফ সরিয়ে দেবে। তার আগে পর্যন্ত মানুষকে ধৈর্য ধরতে আবেদন জানিয়েছেন।৬ ফুটের বেশি বরফ এখনও পর্যন্ত তুষারপাতে দুই জায়গায় ৬ ফুটের বেশি বরফ জমে গিয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা বলছে যে, ওকার্ড পার্ক যেখানে এনএফএল-এর দল বাফেলো বুলস খেলে সেখান থেকে গত ৪৮ ঘণ্টায় ৭৭ ইঞ্চি বরফ সরানো হয়েছে। ন্যাচারাল ব্রিজ যা ওয়াটার টাউনের ন্যাচারাল ব্রিজের ওয়াটার টাউনের পূর্বে অবস্থিত সেখানে ৭২.৩ ইঞ্চি বরফ সরানো হয়েছে।
