অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ

রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস সোমবার ঘোষণা করেছে, “ব্যাংক এবং আর্থিক সংকটের উপর গবেষণার জন্য” ২০২২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক তিনজন অর্থনীতিবিদ।

বিজয়ীরা হলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান এবং বর্তমানে ওয়াশিংটন ডিসি-তে ব্রুকিংস ইনস্টিটিউশনের বেন বার্নাঙ্কে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের ডগলাস ডায়মন্ড এবং সেন্ট লুইস, মিসৌরিতে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ফিলিপ ডিবভিগ।

একাডেমি বলেছে, এই বছরের বিজয়ীরা “অর্থনীতিতে ব্যাঙ্কগুলির ভূমিকা সম্পর্কে আমাদের বোঝার উল্লেখযোগ্য উন্নতি করেছে, বিশেষ করে আর্থিক সংকটের সময়। তাদের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান হল কেন ব্যাঙ্কের পতন এড়ানো গুরুত্বপূর্ণ।”

অর্থনৈতিক বিজ্ঞানে পুরস্কার কমিটির চেয়ারম্যান, টোরে এলিংসেন বলেছেন, তাঁদের “অন্তর্দৃষ্টিগুলি ব্যাঙ্কিং সিস্টেমে গুরুতর সংকট এবং ব্যয়বহুল বেলআউট উভয়ই এড়াতে আমাদের ক্ষমতাকে উন্নত করেছে।”

একাডেমি বলেছে, ১৯৮০’র দশকের গোড়ার দিকে বার্নাঙ্কে, ডায়মন্ড এবং ডিবভিগ-এর বিশ্লেষণের সূচনা এবং তখন থেকেই তাঁদের অনুসন্ধানগুলি “আর্থিক বাজার নিয়ন্ত্রণে এবং আর্থিক সংকট মোকাবেলায় ব্যবহারিক গুরুত্ব পেয়েছিল।”

বিজয়ীরা প্রত্যেকে ৯ লাখ ডলার সমমূল্যের পুরস্কার ভাগ করে নেবেন।

অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল মেমোরিয়াল পুরস্কার আলফ্রেড নোবেলের উইলে অন্তর্ভুক্ত ছিল না। সরকারীভাবে আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানে সুইডিশ ন্যাশনাল ব্যাংক পুরস্কার হিসাবে পরিচিত। এটি ১৯৬৮ সালে সুইডিশ সেন্ট্রাল ব্যাংক দ্বারা আলফ্রেড নোবেলের স্মরণে ব্যাংকের ৩০০তম বার্ষিকী উপলক্ষ্যে সূচিত হয়েছিল।

১৯৬৯ সালে প্রথম এই পুরষ্কার দেয়া হয়, তারপর থেকে ব্যাংক দ্বারা পুরষ্কারের অর্থায়ন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *