হ-বাংলা নিউজ: শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে ভাব গম্ভীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

খায়রুজ্জামান মামুনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাণ ভোমরা, লক্ষ কোটি নেতাকর্মীর আদর্শিক প্রতিমুর্তি ও বাংলাদেশের অবিসংসবাদিত রাষ্ট্র নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী ছিল গতকাল ৩০শে মে, শুক্রবার। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর এই ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেশ বিদেশের অন্যান্য স্থানের মতো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় শহর লস এঞ্জেলেসের প্রাণ কেন্দ্রে অনুপমা রিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু এবং এর সঞ্চালনায় ছিলেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম. ওয়াহিদ রহমান।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্বাগতিক বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। মাহফিলে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি জনাব আফজাল হোসেন শিকদার।

আলোচনায় অংশ নিয়ে নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং জাতির প্রতি তাঁর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনায় বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপির নেতৃবৃন্দ — নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, শামছুজ্জোহা বাবলু, মুশফিক চৌধুরী খুসরু, মাহাবুবুর রহমান শাহিন, আবদুল হান্নান, মাহাতাব আহম্মেদ, শাহাদাত হোসেন শাহিন, ফারুক হাওলাদার, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, কামাল হোসেন তুরুণ, মিজানুর রহমান জমশেদ, মহিউদ্দিন বাবর, এফ. মহান জন, বদরুল ইসলাম, ওমর ফারুক টিটু, সারজিল বিন ইউসুফসহ প্রমুখ।

অনুষ্ঠানের প্রথমে শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরও গভীরতর করে।

ক্যালিফোর্নিয়া বিএনপির গতকালের ভাবগম্ভীর ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভাটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং প্রাণবন্ত যা ঐক্যবদ্ধ ক্যালিফের্নিয়া বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনার প্রতি এক গভীর শ্রদ্ধা নিবেদন এবং গণতন্ত্রের জন্য তাঁর আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখার আর একটি দৃষ্টান্ত।
