হ-বাংলা নিউজ: খায়রুজ্জামান মামুন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিখ্যতা শহর লস এঞ্জেলসের অদুরে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত সিটি অব প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল বাঙালির প্রিয় ঐতিহ্যবাহী “বৈশাখী মেলা”।

প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠেছিলো মেলা প্রাঙ্গণ।

পিঠা পুলি, ঝালমুড়িসহ রকমারি সুস্বাদু খাবার, শাড়ি গহনার বাহারি সম্ভারের ভিড়ে কেনাকাটায় ব্যস্ত ছিলেন মেলায় আগত অতিথিরা।

পহেলা জুন রবিবারের আবহাওয়া চমৎকার থাকায় মেলায় লোকসমাগম হয় প্রচুর। বাংলাদেশী কমিউনিটি অব ইনল্যান্ড এম্পায়ার( বিসিআইই) আয়োজিত উক্ত অনুষ্ঠানে স্থানীয় মেয়র মাইকেল ভার্গাস সহ বাংলাদেশী কমিউনিটির অন্যান্য সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলার প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্র দেবের মন মাতানো সংগীত পরিবেশনা। ভারতীয় কন্ঠশিল্পী চিরন্তন ব্যানার্জিও দর্শক মাতিয়েছেন সমান তালে।

স্থানীয় শিল্পীদের নাচ গান বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।লুনা রহমান ও শফিক টিটু ইসলাম এর অনবদ্য উপস্থাপনায় বৈশাখীর অনুষ্ঠানটি ছিল বেশ সুশৃঙ্খল ও গোছানো।

মেলার শেষ পর্যায়ে বিসিসিআই ই এর সভাপতি জনাব মানজুর আহমেদ অপু ও সাধারণ সম্পাদক জনাব সানি কবির মেলায় উপস্থিত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিসিআইর এর সিনিয়র নেতৃবৃন্দ জনাব শেখ রফিক, জনাব জিল্লুর রহমান নিরু, মাহফুজ রহমান পলাশ, রেখা চৌধুরী প্রমুখ।
