হ-বাংলা নিউজ: ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ (শনিবার, ৩১ মে) বিক্রি হচ্ছে ১০ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের ঈদ পরিকল্পনা অনুযায়ী, ৯ জুনের টিকিট বিক্রি হয়েছে গতকাল ৩০ মে। আগামী ১ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট, ২ জুন বিক্রি হবে ১২ জুনের টিকিট, ৩ জুন বিক্রি হবে ১৩ জুনের টিকিট, ৪ জুন বিক্রি হবে ১৪ জুনের এবং ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের ট্রেনের টিকিট।
এই অগ্রিম টিকিট ব্যবস্থার মাধ্যমে ঘরমুখো মানুষের ঈদ-পরবর্তী যাত্রা যেন নির্বিঘ্ন হয়, সেজন্য রেল কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
