হ-বাংলা নিউজ:
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ‘টার্গেট’ করে হামলা চালিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন—রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন তিনি নিজেই। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর কাছ থেকে কমান্ডো প্রশিক্ষণও নিয়েছেন সুব্রত।
জিজ্ঞাসাবাদে সুব্রত দাবি করেছেন, ‘র’-এর হয়ে তিনি দুবাই ও নেপালেও দায়িত্ব পালন করেছেন। এমনকি বাংলাদেশেও তিনি একাধিকবার ‘টার্গেট মিশন’ পরিচালনা করেছেন। একটি চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে অবস্থানরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনায়ও তাকে যুক্ত করা হয়েছিল, যার পেছনে ছিল সাবেক ফ্যাসিবাদী সরকারের একজন প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, সুব্রতের কাছে একটি স্যাটেলাইট ফোন পাওয়া গেছে, যা ‘র’-এর পক্ষ থেকে পাঠানো হয়েছিল মোল্লা মাসুদের মাধ্যমে। এই ফোনটি বিদেশ থেকে পরিচালিত সংবেদনশীল মিশনে ব্যবহৃত হতো।
জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, কথিত ‘আয়নাঘরে’ আটক থাকা অবস্থায়ও সুব্রত বাইনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল—যার মধ্যে ছিল দূরবর্তী টার্গেট শনাক্ত ও আঘাত হানার কৌশল।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুপুরে কয়েক দফায় সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভারতের বিশেষ দুটি গোয়েন্দা সংস্থার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে। এখন এসব চাঞ্চল্যকর তথ্যের সত্যতা যাচাইয়ে কাজ করছে তদন্তকারী দল।
