জাতীয় সনদের মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে চায় কমিশন: আলী রীয়াজ

হ-বাংলা নিউজ: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “দেশে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে আমরা একটি জাতীয় সনদে প্রতিফলিত করতে চাই। ভবিষ্যতে সব রাজনৈতিক দল এই সনদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।”

বৃহস্পতিবার (১৫ মে) সংসদ ভবনের এল.ডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদের মধ্যে আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশনের এই উদ্যোগ দেশের দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষারই ধারাবাহিকতা। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থান থেকে মানুষের যে প্রত্যাশা ও প্রতিবাদের স্ফুরণ ঘটেছিল, তা একটি সুনির্দিষ্ট কাঠামোতে রূপ দিতে চায় কমিশন।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চায় না দেশের মানুষ। আমরা এমন একটি রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং ভিন্নমতের প্রতি থাকবে সম্মান।”

উপদেষ্টা পরিষদের বৈঠক চলমান

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের সহ-সভাপতি জানান, সংস্কার কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে কাজ করছে কমিশন। “এই দায়িত্ব শুধু ঐকমত্য কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোকেও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে,”—বলেন তিনি।

বাসদের প্রতিনিধি দলের অংশগ্রহণ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। দলে ছিলেন সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নিখিল দাশ, জনার্দন দত্ত নানটু, প্রকৌশলী শম্পা বসু, ডা. মনীষা চক্রবর্তী, জুলফিকার আলী, আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন, আবু নাঈম খান বিপ্লব এবং রাহাত আহম্মেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *