হ-বাংলা নিউজ:
আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত জনপ্রশাসন সচিবসহ পাঁচজন সচিব ও চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তাদের অপসারণের দাবি তুলেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের সংগঠন ‘বঞ্চিত অতিরিক্ত সচিব ফোরাম’-এর সভাপতি ড. মো. নাসির উদ্দিন।
মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান তিনি।
ড. নাসির উদ্দিন বলেন, “ফ্যাসিবাদী সরকারের সময় যেসব কর্মকর্তা নানা সুবিধা নিয়েছেন, তারাই আবার বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও চুক্তিভিত্তিক পদে বহাল রয়েছেন। এই চক্র এখনো প্রশাসনে রয়ে গেছে এবং তারা বৈষম্য তৈরি করছে। তাদের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
তিনি আরও জানান, জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান অতিরিক্ত সচিবদের ‘বঞ্চনা নিরসন’ সংক্রান্ত একটি কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেই অনুযায়ী আবেদনও করা হয়। কিন্তু পরবর্তীতে তিনি সেই কমিটি বাতিল করেন। “তিনি আমাদের অপমান করেছেন,” মন্তব্য করেন ড. নাসির।
তার অভিযোগ, “মোখলেসুর রহমান একজন অস্থির ও পক্ষপাতদুষ্ট চরিত্রের ব্যক্তি। তার মতো কেউ জনপ্রশাসনের শীর্ষ পদে থাকাটা কাম্য নয়।”
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবিএম আব্দুস সাত্তারের নেতৃত্বে তারা এ দাবিতে আন্দোলনে একাত্মতা প্রকাশ করছেন বলে জানান তিনি।
এর আগে ঐ ফোরামের এক সভায় পাঁচজন সচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। এরা হলেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেনসহ আরও তিনজন। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মকর্তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে এবং পর্যায়ক্রমে তাদের অফিস ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হবে।
সংগঠনের নেতারা বলছেন, প্রশাসনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হলে এসব ‘সুবিধাভোগী ও বিতর্কিত’ কর্মকর্তাদের অপসারণ অপরিহার্য।
