আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা সেবা চালুর আহ্বান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের

হ-বাংলা নিউজ:প্রতিবছর উন্নত চিকিৎসার জন্য বহু মানুষ বিদেশে যান, যার ফলে রাষ্ট্রীয় অর্থের অপচয় ঘটে। এ প্রবণতা রোধে দেশেই আধুনিক, প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিকিৎসা ব্যবস্থার নানা দুর্বলতা ও অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, “রোগী ভর্তি থেকে শুরু করে অন্যান্য সেবা এখনো অনেকের নাগালের বাইরে। অনেক চিকিৎসক সঠিক সময় হাসপাতালে হাজির হন না। দায়িত্বশীলতা ছাড়া স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “পেশাগত দায়িত্ব পালনে শৈথিল্য বরদাশত করা যাবে না। কাঠামোগত সংস্কারের পাশাপাশি চিকিৎসকদের নিজেদের ভেতর থেকেই পরিবর্তন আনতে হবে। শুধু উপরের নেতৃত্ব পরিবর্তন করে সমস্যার সমাধান আসবে না। দক্ষ ও নিষ্ঠাবান চিকিৎসকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে, প্রয়োজনে অধিক বেতনে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে হবে।”

প্রযুক্তিনির্ভর চিকিৎসা সেবা প্রসঙ্গে উপদেষ্টা জানান, “রোবটিক্স ও ফিজিওথেরাপির মতো আধুনিক সেবা চালুর পরিকল্পনা রয়েছে, যাতে দেশের মানুষকে আর বিদেশমুখী হতে না হয়। চিকিৎসকদের বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা করছি। তবে বেতন না বাড়া পর্যন্ত চিকিৎসা কি বন্ধ থাকবে?”

তিনি আরও জানান, ৭ হাজার চিকিৎসকের পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাদের দায়িত্ববোধ ও পেশাগত মনোভাব উন্নত করতে সহায়ক হবে।

ওএসবি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।

তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। আয়োজকদের আশা, সম্মেলনটি দেশের চক্ষু চিকিৎসা খাতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *