শাপলা চত্বর গণহত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

হ-বাংলা নিউজ: ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে চালানো সহিংস অভিযানের ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা আজও রহস্যে ঢাকা। সেই ঘটনার প্রেক্ষাপট ঘিরে এবার নতুন করে আলোচনায় এসেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজ শনিবার (৩ মে) হেফাজতে ইসলামের ঢাকায় আয়োজিত মহাসমাবেশ উপলক্ষে নিজের ফেসবুক পেজে আজাদ মজুমদার শাপলা চত্বরের সেই ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি লিখেছেন, “যখনই হেফাজত বড় কোনো কর্মসূচি দেয়, তখনই শাপলা চত্বরের সেই ভয়াবহ রাত মনে পড়ে।”

তিনি জানান, সেই সময় হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) জন্য একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনের কাজ করেন তিনি, যেখানে বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটও তার সঙ্গে যুক্ত ছিলেন।

আজাদ লেখেন, “বিশ্ব যখন হতাহত সংখ্যা নিয়ে দ্বিধায় ছিল, আমরা কঠিন, বিপজ্জনক এক অনুসন্ধান পরিচালনা করি। দুই দিনের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ অন্তত ৫৮ জন নিহত হন—এটাই ছিল আমাদের প্রতিবেদন অনুযায়ী নিশ্চিত সংখ্যা।”

সেই অনুসন্ধান কতটা ঝুঁকিপূর্ণ ছিল, তা বর্ণনা করতে গিয়ে আজাদ বলেন, “সাংবাদিকতা বা মানবাধিকার রক্ষার কাজ করা যারা আজ করছেন, তারা হয়তো কল্পনাও করতে পারবেন না আমরা তখন কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। দুই সপ্তাহ ধরে রাস্তাঘাট, হাসপাতাল, কবরস্থান খুঁজে, স্বজনদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেছি। প্রতিটি মুহূর্তে নিখোঁজ হওয়ার আতঙ্ক নিয়ে কাজ করেছি।”

তিনি আরও লেখেন, “নিরাপত্তার কারণে কখনও নিজেকে প্রকাশ করতে পারিনি। কিন্তু যখন দেখি কোনো সাংবাদিক আমার কাজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, তখন এক ধরনের তৃপ্তি পাই।”

উল্লেখ্য, হেফাজতে ইসলামের আজকের (৩ মে) সমাবেশ নারীনীতি সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এই সমাবেশ শাপলা চত্বরে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় রাতের স্মৃতি আবারও সামনে এনেছে।

আপনি কি চান, এই লেখাটির একটি সংক্ষিপ্ত সংবাদ সংক্ষেপ বা টিভি নিউজ স্ক্রিপ্ট হিসেবে তৈরি করে দিই?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *