ক্যালিফোর্নিয়া স্টেট আঃ লীগ উদযাপন করল বিজয় দিবস ২০২২।

হলিউড বাংলা নিউজঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট আঃ লীগের উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে বাংলাদেশের ৫২তম বিজয় দিবস। ১৮ ডিসেম্বর ২০২২ ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউডের চার্চ অব সাইন্টলজিতে পালিত হয় এই বিজয় উৎসব। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের সম্মান জানিয়ে এক মিনিট নিরবে দাঁড়িয়ে সম্মান জানানো হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর পবিত্র কোরআন, পবিত্র গীতা, পবিত্র বাইবেল ও পবিত্র ত্রিপিটক পাঠ প্রদর্শিত হয। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. রবি আলম। চার্চ অব সাইন্টলজির সমন্বয়কারী ন্যান্সি বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং চার্চ অব সাইন্টলজির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।ক্যালিফের্নিয়া স্টেট আওয়ামীলীগের বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভিডিও বার্তা প্রেরণ করেন। ভিডিও বার্তায় তিনি প্রবাসী সকলকে শুভেচ্ছা জানান এবং করোনোকালীন সময়ে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশকে সহায়তার কথা স্মরণ করেন। 

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের পক্ষ থেকে কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিল্পদের সম্মাননা প্রদান করা হয়। ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শামীম হোসেন ও অন্যন্যরা শিল্পদের হাতে সস্মাননা তুলে দেন।

আলোচনা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আমন্ত্রিত ক্লোজআপ ওয়ান বিজয়ী শিল্পী শেখ শশী। আরো গান পরিবেশন করেন ওমর ফারুক, শহিদ মিঠু, সম্পা চোধুরী সহ আরো অনেকে। নৃত্য পরিবেশন করেন স্বর্ণা বড়ুয়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন কেয়া ইকবাল, কবিতা বড়ুয়া ও বুবলি বড়ুয়া।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুল চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় আরো যারা অগ্রণী ভুমিকা রাখেন তারা হলেন, সহ-সভাপতি আব্দুল খালেক মিয়া সহ-সভাপতি জহির উদ্দিন আহমেদ পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহমেদ, সোহেল ইসলাম, সামসুদ্দিন চৌধুরী পনির ও অঙ্গসংঠনসমূহের নেতৃবন্দ।অনুষ্টানের শেষাংশে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *