হলিউড বাংলা নিউজঃ লস এঞ্জেলেসের রাজপথে মোটর শোভা যাত্রা, রাস্তা বন্ধ করে সেখানে মঞ্চ তৈরী করে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে মহা ধুমধাম করে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল মহান বিজয় দিবস ২০২২ উদযাপন। অনুষ্ঠানটির আয়োজক “বাংলার বিজয় বহর” লস এঞ্জেলেস। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত হয়ে উপভোগ করেন দুই দিনের এই আয়োজন।
গত এক যুগ ধরে বাংলার বিজয় বহর লস এঞ্জেলেসে ঐতিহ্যগত ভাগে পালন করে আসছে এই অনুষ্ঠানটি। লস এঞ্জেলেস সিটি কর্তৃপক্ষ বিজয় বহরের এই অনুষ্টানটিকে সরাসরি পৃষ্টপুষকতা দিয়ে থাকে। বিজয় বহরের বিজয় দিবস পালন অনুষ্ঠানটির প্রধান আকর্ষন হচ্ছে লস এঞ্জেলেসের রাজ পথে মোটর শোভা যাত্রা। বাংলাদেশর পতাকা উড়িয়ে বর্ণিল সাজে সজ্জিত হয়ে উঁচ্চ শব্দে ভেপু বাজিয়ে যখন শত শত গাড়ী রাস্তা প্রদক্ষিন করে তখন এক অভুতপূর্ব দৃশ্যের অবতারনা হয়। এসময় রাস্তার দুপাশে ভিনদেশীদের করতালি মুখরিত করে তুলে চারপাশ। লস এঞ্জেলেস এর প্রবাসি বাংলাদেশীদের জন্য তো বটেই বাংলাদেশ রাষ্ট্রের জন্যও এ এক বিরাট সম্মানের বিষয়। এবারের বিজয় বহরের শুভ উদ্ভোধন করেন লস এঞ্জেলেস সিটির কাউন্সিল উইমেন হেদার হাট। এসময় বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে দর্শক মনোরঞ্জন করেন দর্শক নন্দিত শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথিদের ভুড়ি ভোজনের ব্যবস্থা করেন জেসমিন খান ফাউন্ডেশন। যাঁদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই মহান অনুষ্ঠানটি সফলতার মুখ দেখেছে তারা হলেন জনাব মিকাইল খান, মুজিব সিদ্দিকী, জয়নাল আবেদিন, আঃ বাছিত, ইসমাইল হোসেন, সৌম্য বড়ুয়া, সাজিয়া হক মিমি,এলেন ইলিয়াস প্রমুখ।
