হলিউড বাংলা নিউজঃ বর্তমান ক্ষমতাসীনদের ভিন্ন মতের প্রতি অসহিষষ্ণু আচরণ, বিরোধীদের দমন, গ্রেফতার, নির্যাতন, ধর্মীয় নেতাদের প্রতি অমানবিক আচরন, রাজনৈতিক কর্মকান্ডে বাধা, লক্ষ লক্ষ বিরোধী নেতা কর্মীরদের নামে মিথ্যা মামলা সব মিলিয়ে বাংলাদেশের সার্বিক টালমাটাল পরিস্থিতি।এই যখন বাংলাদেশের বর্তমান অবস্থা তখন সারা বিশ্বে ছড়িয়ে চিটিয়ে থাকা প্রবাসী রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গের উদ্বেগ সর্বোচ্চ পর্যায়ে।
তারা মনে করেন এই দমবন্ধ করা বর্তমান বিরাজমান পরিস্থিতি চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার এমন আচরন করছে বলেও মনে করেন রাজনৈতিক বোদ্ধারা। এসব বিষয়ে তাদের উদ্বেগ তুলে ধরার প্রয়াসে গত বৃহস্পতিবার লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশীদের একটি বৃহৎ অংশ মিলে আয়োজন করেছিলেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক এক আলোচনা সভার। নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজিতে অনুষ্টিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক মানবাধিকার সংস্থা “রাইট টু ফ্রিডম” এর নির্বাহী পরিচালক জনাব মুশফিকুল ফজল আনসারী। লস এঞ্জেলেসের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মুসলেম খাঁনের সভাপতিত্বে ও জনাব সৈয়দ নাসের জেবুলের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সাইন্টোলজি অব নর্থ হলিউডের প্রেসিডেন্ট ক্যাথি ডেরল, বিজয় বহর লস এঞ্জেলেসের চেয়ারম্যান আব্দুল বাসিত, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, রাজনৈতিক পর্যবেক্ষক বদরুল আলম মাসুদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম এ হান্নান, কমিউনিটি নেতা এম ওয়াহিদ রহমান, আব্দুল হান্নান, জিয়াউর রহমান, শাহনেওয়াজ রেজা, আফজাল হুসেন শিকদার, আওলাদ হুসেনসহ আরও অনেকে। আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা সরকারকে স্বরণ করিয়ে দেন যে দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকার নজির ইতিহাসে নেই। তারা আরো বলেন, মানুষের বাকস্বাধীনতাকে গলা টিপে ধরলে তা কেবল অপ্রতিরোধ্য হয়েই প্রতিবাদ মুখর হয়ে ওঠে না তদুপরি তা সেই সরকারের পতন আরো ত্বরান্বিত করে তুলে। সুতরাং সময় থাকতে বর্তমান বিরাজমান পরিস্থিতির সঠিক পর্যবেক্ষণ করে মানুষের অধিকার রক্ষায় মনযোগ দিন। বিরোধী মতের প্রতি সরকারের বর্তমান মনোভাব অব্যাহত থাকলে এবং এই পথ ধরে এগুতে থাকলে তা সরকাররে জন্য বুমেরাং হবে।
