মিয়ানমার বর্ডারে আমদানি-রপ্তানিতে আরাকান আর্মিকেও দিতে হচ্ছে অর্থ: স্বরাষ্ট্র উপদেষ্টা

হ-বাংলা নিউজ:

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম চালাতে গেলে এখন শুধু মিয়ানমার সরকার নয়, বরং সীমান্ত দখল করে রাখা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকেও টাকা দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছি। কিন্তু সীমান্তের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। ফলে মিয়ানমার থেকে কিছু আনতে বা পাঠাতে হলে মিয়ানমার সরকারকে কর দিতে হচ্ছে, আবার আরাকান আর্মিও অর্থ নিচ্ছে। এটি একটি জটিল পরিস্থিতি, তবে আমরা সমাধানের চেষ্টা করছি। সীমান্ত সম্পূর্ণভাবে নিরাপদ আছে।”

বুধবার দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এবং জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

সম্প্রতি চট্টগ্রামের রাউজানে বেড়ে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফটিকছড়ি, রাউজান, পটিয়া ও সাতকানিয়া—এই অঞ্চলগুলো পাহাড় ও সমতলের মিশ্র এলাকা। এখানকার নিরাপত্তা পরিস্থিতি অন্যান্য জায়গার তুলনায় আলাদা। সন্ত্রাসীরা অনেক সময় অপরাধ করে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। যদি কেউ প্রকাশ্যে অপরাধ করে, তাহলে আইনের আওতায় আনা হবে। যৌথবাহিনীর অভিযান আগের মতোই চলছে, কমেনি।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সত্যিকারের ঘটনা তুলে ধরলে আমাদের কাজ সহজ হয়। তবে অনেক সময় ভিত্তিহীন তথ্য প্রকাশের কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়। আমরা দেখতে পাই, পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এসব দুর্বলতার সুযোগ নেয়। তবে আমাদের সাংবাদিকরা সাধারণত দায়িত্বশীল। সত্য তথ্য প্রকাশে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *