র‍্যাবের নতুন মুখপাত্র হলেন উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী

হ-বাংলা নিউজ: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী।

বুধবার এক বিজ্ঞপ্তিতে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক, সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইন্তেখাব চৌধুরী বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

র‍্যাব প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৩ জন কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্তেখাব চৌধুরী হচ্ছেন ১৪তম মুখপাত্র।

বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আইন ও গণমাধ্যম শাখার পাশাপাশি অতিরিক্তভাবে বাহিনীর অপারেশন উইংয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবেও কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *