শ্রমিক স্বার্থে কেউ মালিকদের বিপক্ষে দাঁড়াননি: শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন

হ-বাংলা নিউজ: দেশ স্বাধীনের পর থেকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন, তাদের কেউই শ্রমিকদের স্বার্থে শিল্পমালিকদের বিরুদ্ধে অবস্থান নেননি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এত দিন যাঁরা শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাঁদের অধিকাংশের সঙ্গে মালিকপক্ষের স্বার্থ জড়িত ছিল। ফলে কেউ কখনো শ্রমিকদের পক্ষে দাঁড়ানোর সাহস দেখাননি।”

এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছিল শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে। অনুষ্ঠানে কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রম উপদেষ্টার হাতে প্রতিবেদনটি তুলে দেন। এ সময় শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামানসহ কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এর আগে ২১ এপ্রিল প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।

শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন আরও বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের পক্ষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যার ফলে মালিকদের বিরোধিতার মুখেও পড়েছি। তারা আমার ওপর অনেক ক্ষুব্ধ। নানা ধরণের তথ্য পাচ্ছি আমি।”

তিনি মালিকদের উদ্দেশে বলেন, “আপনারা গাড়িতে চড়েন, বিদেশ ভ্রমণ করেন, অসুস্থ হলে চিকিৎসা নেন—সবই করেন। কিন্তু যখন শ্রমিকদের ন্যায্য বেতন দিতে বলা হয়, তখনই নানা অজুহাত দেখান। বলেন, টাকা নেই, ব্যাংকের চাপ আছে। কিন্তু ব্যাংকের টাকা তো ফেরত দেন না, তাহলে ব্যাংক তো আপনাদের ধরবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *