হলিউড বাংলা নিউজঃ আমেরিকার মাটিতে এই প্রথম স্থীয়ভাবে নির্মিত হলো ভাষা আন্দোলনের প্রতীক “শহীদ মিনার”।সিটি অব প্যারিসের আর্থিক অনুদানে নির্মিত শহীদ মিনারটি আমাদের ভাষা এবং ভাষা আন্দোলনের মর্যাদাকে বিশ্ব দরবারে পরিচিতি করার প্রয়াসে এক যুগান্তকারী ভুমিকা রাখবে। সিটি অব প্যারিসের মেয়র মিঃ ভার্গাস ভাষা আন্দোলনের ইতিহাস, প্রেক্ষাপট এবং বাংলা ভাষার জন্য আমাদের পুর্ব পুরুষদের যে মহিমান্বিত ত্যাগ তার প্রতি মুগ্ধ হয়ে এই শহীদ মিনার নির্মাণের উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করেন।
আর এ ব্যাপারে তাকে উদ্ধুদ্ব করেন সিটি অব প্যারিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির কিছু আলোকিত মানুষ (মোহাম্মদ রহমান রাজু, শহীদ আহমেদ মিটু, মঞ্জুরুল শাহীন, ইসমাইল হোসেন, শফিক টিটু ইসলাম, শওকত আলম, সাইফুর রহমান ওসমানি জিতু, সাইফ আলম হিমু সহ অনেকেই)। নির্মিত শহীদ মিনারটি গত শুক্রবার পরিদর্শন করেন লস এঞ্জেলসস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম।এসময় তার সাথে ডেপুটি কনসাল সহ অফিসের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শহীদ মিনার নির্মাণের প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত রয়েছেন কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম। আগামী ২১শে ফেব্রুয়ারি ২০২৩ অন্যান্য ভাষাভাষীদের নিয়ে ব্যাপক পরিসরে প্যাসির সিটির এই স্থায়ী শহীদ মিনারে উদযাপন করা হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্থায়ী ভাবে নির্মিত এই শহীদ মিনারটিকে ঘিরে স্থানীয় কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে আমেরিকার মাটিতে বাংলাদেশী কমিউনিটির এপর্যন্ত যে কয়টি উল্লেখযোগ্য অর্জন রয়েছে তাদের মোধ্য অন্যতম বলছেন। আগামী ২১শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির সকল সদস্যদের পরিবার পরিজন নিয়ে উপস্থিত হয়ে একে সফল করার অনুরোধ জানিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির সভাপতি জনাব শহীদ আহমেদ মিঠু ও সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল শাহীন।
