প্রস্তুত “বাংলার বিজয় বহর”! বিজয় উল্লাসে মাতোয়ারা হবার অপেক্ষায় লস এঞ্জেলসের প্রবাসী বাংলাদেশীরা।

হলিউড বাংলা নিউজঃ আগামী ১৬ই ডিসেম্বর ৫২তম বিজয় দিবস। এই বিজয় দিবসকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও আমেরিকার লস এঞ্জেলেসে বাংলার বিজয় বহর উদযাপন করতে যাচ্ছে “বিজয় বহর ও বিজয় মেলা’র”। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর লস এঞ্জেলসের প্রাণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই উৎসবের। এই অনুষ্ঠানটিকে বলা হয় লস এঞ্জেলেসের বসবাসরত বাংলাদেশী আমেরিকান কমিউনিটির সবছেয়ে বড় অনুষ্ঠান।

দল মত নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষ স্বতস্ফুর্তভাবে এতে অংশ গ্রহন করে থাকে। অনুষ্ঠানটির সম্মানে লস এঞ্জেলেস নগর কর্তৃপক্ষ নগরীর প্রধান কয়েকটি রাস্তা বন্ধ করে দেয় গাড়ী বহর প্রদক্ষীন করার জন্য। কিছুক্ষণের জন্য লস এঞ্জেলেসের কিয়দংশ হয়ে ওঠে যেন একখন্ড অখন্ড বাংলাদেশ। এ এক বিরাট সম্মান বাংলাদেশীদের জন্য তো অবশ্যই সর্বোপরি বাংলাদেশের জন্যও। বাংলাদেশ সরকারের উঁচ্চ পর্যায়ের প্রতিনিধি ও বিরোধী দলের প্রতিনিধিরাও আমণত্রিত হয়ে আসেন প্রতি বছর। এবারেও এর ব্যতিক্রম হচ্ছে না। ২০২২ সালের বিজয় বহরে বাড়তি হিসেবে পাওনা যোগ হয়েছে লস এঞ্জেলেস সিটি কর্তৃপক্ষের অন্তর্ভূক্তি। তারা এই মহান অনুষ্ঠানটির আংশিক খরচ বহনে সম্মতি জানিয়েছেন। গৌরবান্বিত এই অনুষ্ঠানটিতে সকল বাংলাদেশীদের অংশগ্রহন করার অনুরোধ জানিয়েছেন বাংলার বিজয় বহরের নেতৃবৃন্দ। তাদের প্রত্যাশা এদিন বিজয়ের আনন্দে উদ্বেলিত হয়ে সকলে মিলে বিজয় উল্লাসে মেতে উঠবেন প্রসাসী বাংলাদেশীরা। বিজয় বহর সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত বাংলার বিজয় বহরের একটি বিশেষ টিম। যার মোধ্য অন্যতম হচ্ছেন লস এঞ্জেলেসে বাংলাদেশী কমিউনিটির তারুণ্যের প্রতীক জনাব মিকাইল খান(আহবায়ক), পরিশ্রমী তরুন মোঃ রহমান রাজু(সাধারণ সম্পাদক)। অভিজ্ঞতার ভান্ডারে সমৃদ্ধ বিজ্ঞ নেতৃবৃন্দের মোধ্য রয়েছেন জনাব মুজিব সিদ্দিকী(বিওটি চেয়ার), জনাব আঃ বাছিত (চেয়ারম্যান), জনাব জয়নাল আবেদিন (প্রসিডেন্ট), জনাব ইসমাইল হোসেন( প্রসিডেন্ট ইলেক্ট) সহ একঝাঁক সম্মানিত প্রতিভাধর নেতা। দুই দিন ব্যাপি বাংলার বিজয় বহরের এবারের অনুষ্ঠানটি হবে স্বরণকালের সবচেয়ে বড় এবং সুন্দর একটি অনুষ্ঠান। বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শিল্পীরাও অংশগ্রহন করবেন। ইতিমধ্যে বাংলার বিজয় বহরের অনুষ্ঠানটিকে ঘিরে লস এঞ্জেলসের প্রবাসী বাংলাদেশীদের মোধ্য ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। সবাই প্রস্তুত বছরের কাক্ষিত অনুষ্ঠানটিতে অংশ গ্রহন করার জন্য। বাংলাদেশের বিজয় উৎসব বলে কথা! কে না চান এমন একটি মাহেন্দ্রক্ষনে শরীক হবার জন্য? প্রতিটি দেশ প্রেমিক বাংলাদেশী এই মহান অনুষ্ঠানটিতে অংশগ্রহন করে এবং এটিকে দল মতের উর্ধ্বে রেখে সার্বজনিন ভাবে পালন করবে বাংলাদেশের বিজয়কে এই প্রত্যাশা কমিউনিটির সবার কাছে। ১৭ ও ১৮ই ডিসেম্বর দেখা হবে লস এঞ্জেলসের রাজপথে, মেতে উঠব সবাই বিজয় উল্লাসে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *