হ-বাংলা নিউজ: ঈদের আনন্দে নতুন পোশাক পেয়ে খুশিতে ভরেছে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু। বুধবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পুলবাজারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পিস ফর পিপল ফাউন্ডেশন’ আয়োজন করে এ পোশাক বিতরণ কর্মসূচি।
এটি ছিল সংগঠনের ঈদ পোশাক বিতরণ কর্মসূচি ‘আনন্দ ঝিলিক-১’, যার আওতায় সিদ্ধিরগঞ্জ বাজার ও মিজমিজি এলাকার ৫০টিরও বেশি মেয়ে শিশুকে ফ্রক-পায়জামা এবং ছেলেদের শার্ট-গেঞ্জি-প্যান্ট প্রদান করা হয়।
পোশাক বিতরণের সময় শিশুদের মধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পিস ফর পিপল ফাউন্ডেশনের সদস্যরা। তারা জানিয়েছেন, সংগঠনের সকল সদস্যের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এবং পরিবেশ রক্ষায় কাজ করতে অব্যাহত থাকবে।
ঈদ পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিস ফর পিপল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো. তোফায়েল আহমেদ, সেক্রেটারি মো. আশিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মামুন প্রধান, ফান্ড রাইজিং সেক্রেটারি সোলাইমান আসিফ, প্রোগ্রাম সেক্রেটারি মো. আল-আমিন, অফিস সেক্রেটারি মাজহার ইমন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, এবং শুভাকাঙ্ক্ষী সদস্য মো. সজীব। তারা সবাই শিশুদের হাতে ঈদ পোশাক তুলে দেন।
এছাড়া, জানা গেছে যে, ২০১৬ সালে প্রতিষ্ঠিত পিস ফর পিপল ফাউন্ডেশন শুরু থেকেই শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে।
