কমলাপুর স্টেশন থেকে প্রায় সব ট্রেন সময়মতো চলাচল করছে: স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন

হ-বাংলা নিউজ: কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় সব ট্রেন সময়মতো চলাচল করছে, এমন তথ্য জানিয়েছেন স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন।

তিনি বলেন, “বুধবার ভোর থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় সব ট্রেন ঢাকা থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। তবে অনেক যাত্রী স্ট্যান্ডিং টিকিট কাটার জন্য কাউন্টার সামনে ভিড় জমাচ্ছেন। নিয়ম অনুযায়ী, আন্তঃনগর ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়, কিন্তু অনেক যাত্রী আগেই লাইনে দাঁড়িয়ে থাকছেন।”

এদিকে, বৃহস্পতিবার থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হবে। যাত্রী সেবা নিশ্চিত করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। স্টেশনের শুরু থেকে ট্রেন পৌঁছানোর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে এবং টিকিট চেকিং ভেরিফিকেশন মাধ্যমে সম্পন্ন হচ্ছে।

ঈদ উপলক্ষে আজ বুধবার ট্রেন যাত্রার তৃতীয় দিন। গত দুই দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ কিছুটা বেশি হলেও স্টেশনে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না। এছাড়া, ঢাকা থেকে ট্রেন যাত্রার বহরে বুধবার যুক্ত হয়েছে নতুন একটি কমিউটার ট্রেন। সব মিলিয়ে, সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা থেকে মোট ৬৯টি ট্রেন ছাড়বে।

স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, “ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা থেকে মোট ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে ৪৩টি আন্তঃনগর এবং ২৬টি মেইল ও কমিউটার ট্রেন থাকবে।”

তিনি আরও জানান, “আজকের ঈদ যাত্রায় সব ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে, শুধু তিতাস কমিউটার ট্রেনটি ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। এটি স্টেশনে আসতে দেরি হওয়ায় সময়মতো ছাড়তে পারেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *