হ-বাংলা নিউজ: এই বছর আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ হয়নি, তবে তাসকিন আহমেদ শুক্রবার তার ভক্তদের একটি সুখবর দেন। তিনি জানান, আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যদি কোনো ক্রিকেটারের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়।
তবে, তাসকিনের এই আশার খবর শেষ পর্যন্ত খানিকটা হতাশায় পরিণত হয়। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলটি তাসকিনকে না নিয়ে শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমানের সাবেক সতীর্থ শার্দুল ঠাকুরকে দলে অন্তর্ভুক্ত করেছে। শনিবার আইপিএলের উদ্বোধনী দিনে, চোটগ্রস্ত পেসার মহসিন খানের বদলে শার্দুল ঠাকুরকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। শার্দুল এর আগে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলে ছিলেন।
তাসকিনের বদলে দেশি পেসার শার্দুলের প্রতি আস্থা রাখে লক্ষ্ণৌ। মহসিনের ইনজুরির ঝুঁকি না নিয়ে শার্দুলের সঙ্গে ২ কোটি রুপির বেস প্রাইজে চুক্তি করে ফ্র্যাঞ্চাইজিটি। শনিবার বিকালে শার্দুলের ফিটনেস রিপোর্ট হাতে পাওয়ার পর তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়।
শার্দুলের সঙ্গে লক্ষ্ণৌ স্কোয়াডে আছেন বিদেশি পেসার শামার জোসেফ এবং ভারতের তরুণ পেসার রাজবর্ধন হাঙ্গারগেকার ও প্রিন্স যাদব। এলএসজি’র স্পিন বিভাগে রয়েছেন অভিজ্ঞ রবি বিষ্ণোই, শাহবাজ আহমেদ। এছাড়া ইনজুরি থেকে ফিরে আসার অপেক্ষায় আছেন মায়াঙ্ক যাদব, আভেশ খান এবং আকাশ দীপ।
