হ-বাংলা নিউজ: পুলিশ সদর দপ্তর জানিয়েছে, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন এবং তাদের সব কার্যক্রম আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ একটি সংগঠন এবং তাদের কোনো কার্যক্রমই বৈধ নয়।
এদিকে, বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হিযবুত তাহরীর ২০০৯ সালের ২২ অক্টোবর থেকে বাংলাদেশের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জননিরাপত্তা হুমকির কারণে সরকার এই পদক্ষেপ নেয়।
সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা অন্যান্য প্রচারণামূলক কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে ডিএমপি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া, শুক্রবার (৭ মার্চ) নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডিএমপি তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে সতর্ক করেছে।
