হ-বাংলা নিউজ: ঢাকার ভাষানটেকের বিআরপি বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়, জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, ভাষানটেকের বিআরপি বস্তিতে ১১টার দিকে আগুনের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
এ পর্যন্ত, আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
