কাতার এয়ারলাইন্সের ফ্লাইট ভারতে জরুরি অবতরণ, এক যাত্রীর মৃত্যু

হ-বাংলা নিউজ:  কাতারের রাজধানী দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআইএ) জরুরি অবতরণ করেছে।

বুধবার ভোরের দিকে ওই ফ্লাইটটি ভারতে জরুরি অবতরণ করে। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রোনিকলস জানায়, এক নারী যাত্রীর শারীরিক সমস্যার কারণে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটি তেলেঙ্গানায় অবতরণ করতে বাধ্য হয়েছে।

কাতার এয়ারলাইন্সের কিউআর ৬৪২ ফ্লাইটের একটি যাত্রী অসুস্থ হয়ে পড়লে, বিমানটির পাইলট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের সঙ্গে যোগাযোগ করেন এবং চিকিৎসা সংক্রান্ত জরুরি অবতরণের অনুমতি চান।

বিমানবন্দর কর্তৃপক্ষের সব বিভাগের ছাড়পত্র পাওয়ার পর, এটিসি কাতার এয়ারলাইন্সের ফ্লাইটকে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়। এরপর স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটে ফ্লাইটটি শামশাবাদের বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

প্রতিবেদনে বলা হয়, যাত্রীটির চিকিৎসার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখে। অবতরণের পর অসুস্থ নারী যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে, ফ্লাইটটি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৩টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে ওই যাত্রী কী কারণে মারা গেছেন, তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *