লস এঞ্জেলেস পালিত হলো মহিমান্বিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি ২০২৫।

হ-বাংলা নিউজ: খায়রুজ্জামান মামুন,যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লস এঞ্জেলেসে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ২১শে ফেব্রুয়ারি ২০২৫। লস এঞ্জেলেস ও এর আশপাশের এলাকার বাংলাদেশি আমেরিকান কমিউনিটির দ্বারা পরিচালিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো ২১শের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দিবসটি পালনের কার্যক্রম শুরু করে এবং পরবর্তীতে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

এবছর লস এঞ্জেলেসে অনুষ্ঠিত ২১শের অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব‍্যাপক উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। হলিউড বাংলা প্রতিনিধির প্রশ্নের জবাবে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ জানিয়েছেন ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের যে মাতৃভাষা পেয়েছি আজ তা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত এবং তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা এই বিদেশে বিভুইয়েও আমাদের মাতৃভাষায় কথা বলতে পারছি।

তাই আমাদের সবার উচিত এই ভাষার মর্যাদা ধরে রাখা এবং তা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তার চর্চা ও মূল্যবোধের বিকাশ ঘটানো। তাহলে আমাদের যে সকল ভাই-বোন এই ভাষার জন‍্য আত্মত‍্যাগ করেছেন তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে এবং আমাদের এই গৌরবোজ্জ্বল মাতৃভাষা বিশ্ব দরবারে চালু থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে।

উল্লেখ্য, এবারের মাতৃভাষা দিবস‍ের অনুষ্ঠানে যে সকল সংগঠন অংশগ্রহণ করে তাদের মধ্যে অন্যতম ছিল প‍্যাসিফিক কাইট ক্লাব ক‍্যালিফোর্নিয়া, ইউ এস বাংলা এসোসিয়েশন, মরেনোভ‍্যালি স্পোর্টস ক্লাব, বাফলা, গ্রীষ্ম বরণ উৎসব, আনন্দ মেলা, আই এম এল ডি সি, জালালাবাদ এসোসিয়েশন ক‍্যালিফোর্নিয়া ইনক।

আর যেসকল স্থানে একুশের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এর মোধ‍্য ছিল লিটল ঢাকা, আর্টেশিয়া, বার ব‍্যাংক সাইন্টোলজি নর্থ হলিউড, মরেনোভ‍্যালি, প‍্যারিস উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *