হ-বাংলা নিউজ: খায়রুজ্জামান মামুন দীর্ঘ সতের বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্যালিফোর্নিয়া শাখা লস এঞ্জেলসের বাংলাদেশ কনস্যুলেট অফিস আয়োজিত ২১শের অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন। ক্যা

লিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক জনাব ওয়াহিদ রহমানসহ বিএনপির সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের উপস্থিতিতে কনসুলেট অফিসে এসময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতি বদরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াহিদ রহমান তাদের প্রতিক্রিয়ায় বলেন বিগত ফ্যাসিস্ট হাসিনার পুরো সময় জুড়ে আমাদের সাথে যে বৈষম্য মুলক আচরণ করা হয়ে ভবিষ্যতেও যেন এরকম না হয় সে ব্যাপারে আমরা তীক্ষ্ণ নজর রাখব।

জনগণের টেক্সের টাকায় চলা এই সকল প্রতিষ্ঠান থেকে কোন ভাবেই প্রবাসীদের প্রতি বৈষম্য মুলক আচরণ বরদাস্ত করা হবে না। ক্যালিফোর্নিয়া বিএনপি সব সময়ই কমিউনিটির সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে এবং ভবিষ্যতেও তাদের যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবে। ক্যালিফোর্নিয়া বিএনপির নেতারা একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে এলে কনসাল জেনারেল সামিয়া আনজুম তাদের স্বাগত জানান।
এসময় বিএনপি নেতাদের মোধ্য উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ আঃ বাসিত, সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ মুহাইমীন, সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহীন, সহ-সভাপতি সাইফুল আনসারী চপল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির সাঈদ জেবুল, যুগ্ম সম্পাদক বদরুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন সহ অসংখ্য নেতা কর্মী। পরিশেষে বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু ক্যালিফোর্নিয়া বিএনপিকে কনসুলেটের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
