স্মল লোনস, বিগ ড্রিমস’ বইয়ে ড. ইউনূসের ক্ষুদ্রঋণ উদ্যোগের সাফল্য তুলে ধরলেন অ্যালেক্স কাউন্টস

হ-বাংলা নিউজ:

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অসামান্য ভূমিকা নিয়ে গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যালেক্স কাউন্টস তার বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’ এ লিখেছেন। এতে তিনি বাংলাদেশে ক্ষুদ্রঋণের উদ্ভাবন এবং তার বিকাশের কাহিনী তুলে ধরেছেন, যা অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হয়েছে।

এ বইটি এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। বইতে ক্ষুদ্রঋণের মাধ্যমে এক প্রান্তিক নারীর জীবনে পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে।

অ্যালেক্স কাউন্টস ২০০৮ সালে বইটি লেখেন, তবে এবারই প্রথম এটির এশীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। ইউপিএল প্রকাশনী বইটি বাজারে এনেছে, এবং তাদের স্টলে এটি পাওয়া যাচ্ছে।

ইউপিএল প্রকাশনীর পরিচালক মাহরুখ মহিউদ্দিন জানান, গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যালেক্স কাউন্টসের লেখা ‘স্মল লোনস, বিগ ড্রিমস’ বইটির এশীয় সংস্করণ প্রথমবারের মতো বইমেলায় আনা হয়েছে।

এছাড়া, ইউপিএল স্টলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লেখা তিনটি বই, ড. ইউনূস সম্পাদিত একটি বই এবং অ্যালেক্স কাউন্টসের লেখা ‘মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এন্ড দ্য গ্লোবাল মাইক্রো-ফাইন্যান্স রিভ্যুলেশন’ পাওয়া যাচ্ছে। তবে, এসব বই ইউপিএল পূর্বে কয়েকবার বইমেলায় নিয়ে এসেছে।

‘স্মল লোনস, বিগ ড্রিমস’ বইতে অ্যালেক্স কাউন্টস ক্ষুদ্রঋণের ইতিহাস তুলে ধরেছেন, পাশাপাশি দেখিয়েছেন কিভাবে গ্রামীণ ব্যাংক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে তার কার্যক্রম পরিচালনা করছে। তিনি গ্রামীণ মডেলের বিরুদ্ধে উত্থাপিত প্রশ্নেরও উত্তর দিয়েছেন এবং ড. ইউনূসের দৃষ্টিভঙ্গির দীর্ঘমেয়াদী প্রভাব ব্যাখ্যা করেছেন।

বইটির আভিধানিক বাংলা অর্থ ‘ক্ষুদ্র ঋণ, বড় স্বপ্ন’। এখানে লেখক দেখিয়েছেন কিভাবে ক্ষুদ্র ঋণ অর্থনৈতিক বৈষম্য কমাতে সহায়তা করতে পারে এবং সুবিধাবঞ্চিত মানুষকে বৈশ্বিক অর্থনীতিতে সৃজনশীলভাবে অংশগ্রহণের সুযোগ দেয়।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সহায়তায় ১৯৯৭ সালে অ্যালেক্স কাউন্টস গ্রামীণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং তার সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি ২০১৬-১৭ সালে আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি ও সিইও হিসেবে কাজ করেছেন এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জন এফ. কেনেডি মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন।

এবারের বইমেলায় ইউপিএল স্টলে পাওয়া যাচ্ছে অধ্যাপক ইউনূস কিংবা গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্রঋণ নিয়ে লেখা অন্যান্য বইগুলোও, যেমন:

১. ‘ব্যাংকার টু দ্য পুওর: দ্য অটোগ্রাফি অব মুহাম্মদ ইউনূস, ফাউন্ডার অব দ্য গ্রামীণ ব্যাংক’
২. ‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস: দ্য নিউ ইকোনমিক অব জিরো প্রভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এন্ড জিরো নেট কার্বন এমিশন’
৩. ‘ব্লিডিং সোশ্যাল বিজনেস: দ্য নিউ কাইন্ড অব ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউমিনেটিস মোস্ট প্রেসিং নিড’
৪. ‘মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এন্ড দ্য গ্লোবাল মাইক্রো-ফাইন্যান্স রিভ্যুলেশন’ (অ্যালেক্স কাউন্টসের লেখা)
৫. ‘জরিমন এন্ড আদারস: ফেইসেস অব প্রভার্টি’ (অধ্যাপক ইউনূস সম্পাদিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *